বেলাগাম করোনার সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭০৬ জনের। রাজ্যে সংক্রমিত ১,৩৮,৮৭০ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৭৯৪ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৪০: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই খুলতে চলেছে দার্জিলিং-সহ পাহাড়ের পর্যটন। আজ সেখানকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলের সঙ্গে বৈঠক করে জিটিএ। চেয়ারম্যান অনীত থাপা জানিয়েছেন, ৭ তারিখ এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাত ১০.১২: করোনা আবহে কিছুটা স্বস্তি। কলকাতায় কনটেন্টমেন্ট জোন কমে ১৭। সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন উত্তর দিনাজপুরে – ৪৩৭টি।
রাত ৯.৫০: হিমাচল প্রদেশের করোনা চিত্র অপেক্ষাকৃত আশাব্যঞ্জক। গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৪ জন সংক্রমিত। করোনা পজিটিভের মোট সংখ্যা ৫ হাজার ছাড়াল।
Himachal Pradesh detects 34 new #COVID19 positive cases, taking the total number of positive cases in the state to 5,001 including 1,464 active cases, 3,461 recoveries and 27 deaths: State Health Department pic.twitter.com/2Nsab6r22V
— ANI (@ANI) August 23, 2020
রাত ৯.৩২: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩৪৫ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। জানাল স্বাস্থ্যদপ্তরের বুলেটিন।
Rajasthan reports 1,345 new #COVID19 cases and 11 deaths today, taking the total cases to 70,609 including 955 deaths, 55,324 recoveries and 14,330 active cases: State Health Department pic.twitter.com/U02tXUl8Wo
— ANI (@ANI) August 23, 2020
রাত ৯.২০: করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানা গিয়েছে পূর্ব বর্ধমানে।রবিবার জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী, জেলায় মাত্র ১৭ জন সংক্রমিত হয়েছেন। তবে পশ্চিম বর্ধমানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রতিদিন গড়ে ১০০–র বেশি জন কোভিড কোভিড পজিটিভ হচ্ছেন জেলায়।
রাত ৯.০৮: গোয়ায় নতুন করে কোভিড পজিটিভ ২০৯, মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে সৈকত রাজ্য়ে করোনা আক্রান্ত প্রায় ১৪ হাজার।
209 new #COVID19 cases & 4 deaths reported in Goa today, taking the total number of positive cases in the State to 13,999 including 3,383 active cases, 10,472 recovered cases and 144 deaths: State Health Department pic.twitter.com/nnmvaGQsMj
— ANI (@ANI) August 23, 2020
রাত ৮.৫৭: পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখীই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩২৭৪ জন, মৃত্যু হয়েছে ৫৭ জনের। পরিসংখ্যান স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে।
West Bengal records 3,274 new COVID-19 cases today, taking the total number of cases to 1,38,870 including 28,069 active cases and 2,794 deaths. The state now has 1,08,007 recoveries: State Health Department pic.twitter.com/Yj7X2VLasY
— ANI (@ANI) August 23, 2020
রাত ৮.৪২: এবার করোনা আক্রান্ত কলকাতা পুরসভার কোভিড যুদ্ধের অন্যতম সেনাপতি তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ। তাঁর জ্বর আসায় রবিবার অ্যান্টিজেন টেস্ট হয়। কোভিড পজিটিভ ধরা পড়ে। তবে অন্য কোনও উপসর্গ না থাকায় ডাক্তারের পরামর্শ নিয়ে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
৮.৩৬: ল্যাংচা প্রেমীদের জন্য মন খারাপের খবর। সন্ধের পর আর মিলবে না শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার স্বাদ। করোনা পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নয়া নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে সন্ধে ৬টার মধ্যে বন্ধ করে দিতে হবে শক্তিগড়ের ল্যাংচা বাজারের দোকানগুলি।
রাত ৮.১৪: মুম্বইয়ে নতুন করে করোনায় আক্রান্ত ৯৯১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে বাণিজ্য নগরীতে করোনা পজিটিভের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৩৬ হাজার।
991 new #COVID19 cases, 690 recoveries & 34 deaths reported in Mumbai today. Total number of positive cases increases to 1,36,348 in Mumbai, including 18,565 active cases, 1,10,069 recovered cases & 7,419 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra pic.twitter.com/t7UCxo8tmf
— ANI (@ANI) August 23, 2020
রাত ৮.০৫: করোনা আক্রান্ত আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অপারেশনের জন্য ছুটি নিয়ে তিনি গত ১১ তারিখ মেদিনীপুরে নিজের ফ্ল্যাটে এসেছিলেন। সোমবারই ফিরে যেতেন। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
রাত ৮: যাত্রী পরিবহণের প্রস্তুতি শুরু করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। করোনা রুখে নিরাপদে পরিবহণের প্রতিটি ধাপ মেনে চলা হবে, কেন্দ্রের নির্দেশ পেলেই চালু হবে পরিষেবা। জানালেন DMRC’র এক্সিকিউটিভ ডিরেক্টর।
Delhi Metro Rail Corporation shall be prepared to commence operations whenever directed by govt. All necessary guidelines in place to combat the spread of #COVID19 virus shall be implemented & all efforts shall be made to make travel safe for commuters: Executive Director,
DMRC pic.twitter.com/fmaQI31C5a— ANI (@ANI) August 23, 2020
সন্ধে ৭.৪৫: মমতা মন্ত্রিসভার আরেক সদস্য করোনায় আক্রান্ত। কোভিড পজিটিভ জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। রয়েছেন হোম আইসোলেশনে।
সন্ধে ৭.২৯: গত এক সপ্তাহ ধরে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরির পর দক্ষিণ দিনাজপুরে এক ধাক্কায় অনেকটা কমল করোনা সংক্রমণ। জেলার কন্টেনমেন্ট জোনে জারি থাকা স্থানীয় প্রশাসনের লকডাউনের ফলেই পরিস্থিতির এই উন্নতি কিনা, তা নিয়ে চলছে চর্চা। এর উপর নির্ভর করছে পরবর্তী সময়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি।
সন্ধে ৭.১৫: পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত ১১৩৬। মৃত্যু হয়েছে মোট ১০৮৬ জনের।
1,136 new #COVID19 cases reported in Punjab today. Total number of cases rises to 41,779 including 14,165 active cases, 26,528 recovered cases & 1,086 deaths so far: State Health Department, Government of Punjab pic.twitter.com/0JBc6SYlmT
— ANI (@ANI) August 23, 2020
সন্ধে ৬.৫৫: দিল্লি, মুম্বইয়ের পর গুয়াহাটিতেও শুরু সেরো সার্ভে। উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে সুবিধা হবে এই পদ্ধতিতে, মনে করেন বিধায়ক পীযুষ হাজারিকা।
A serological survey is being conducted in Guwahati for the first time. It will help identify infected people who are asymptomatic. It is also essential to identify diabetes & other health problems as it makes them unfit to donate plasma: Pijush Hazarika, Assam MLA #COVID19 pic.twitter.com/UY4us9JjnR
— ANI (@ANI) August 23, 2020
সন্ধে ৬.১০: কেরলে নতুন করে করোনা আক্রান্ত প্রায় দু হাজার জন।
1,908 new COVID-19 cases and 1,110 recoveries reported in Kerala today, taking active cases to 20,330 and recoveries to 37,649: Kerala Health Minister KK Shailaja (file photo) pic.twitter.com/VEFoYOCbaf
— ANI (@ANI) August 23, 2020
সন্ধ্যে ৬.০০: তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ছয় হাজার জন।
Tamil Nadu reported 5,975 new COVID-19 cases, 6,047 recoveries and 97 deaths today, taking total cases to 3,79,385 including 3,19,327 discharges and 6,517 deaths. Number of active cases stands at 53,541: State Health Department pic.twitter.com/u5C0zvyiVW
— ANI (@ANI) August 23, 2020
বিকেল ৫.৫০: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৫০ জন।
Delhi reports 1,450 new #COVID19 cases, 1,250
discharges/recoveries/migrated and 16 deaths today.Total number of cases now at 1,61,466 including 1,45,388 recovered cases, 11,778 active cases & 4,300 deaths. pic.twitter.com/tGTvXG5DXo
— ANI (@ANI) August 23, 2020
বিকেল ৫.৩৮: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত প্রায় আট হাজার।
Andhra Pradesh reports 7,895 new COVID-19 cases, 7,449 recoveries, and 93 deaths, taking total cases to 3,53,111 including 2,60,087 recoveries and 3,282 deaths: State Health Department pic.twitter.com/OYRE4SM6qn
— ANI (@ANI) August 23, 2020
বিকেল ৫.৩০: ধারাভিতে করোনা আক্রান্ত আরও ছজন।
6 new #COVID19 cases reported in Dharavi area of Mumbai today. With this, total number of cases rises to 2,711 including 2,367 discharges and 84 active cases: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra pic.twitter.com/Xx2GlZHRiW
— ANI (@ANI) August 23, 2020
বিকেল ৫.১৬: দিল্লিতে পরীক্ষামূলকভাবে মেট্রো চালু অনুমতি দিক, কেন্দ্রকে আবেদন কেজরিওয়ালের।
We have requested Centre to allow re-opening of Delhi Metro in a phased manner, on a trial basis, as #COVID19 situation in Delhi is under control now. I hope the Centre will take a decision soon: Delhi Chief Minister Arvind Kejriwal pic.twitter.com/wFYeaR9OXo
— ANI (@ANI) August 23, 2020
বিকেল ৫.০০: মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধুরী করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সে খবর জানালেন।
বিকেল ৪.৫৮: করোনা কালেও থেমে নেই জেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠক। সোমবার থেকে নবান্নে দু’দফায় জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.২৩: ভারতে করোনজয়ীর সংখ্যা ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সুস্থতার হার বেড়ে ৭৫ শতাংশ।
বিকেল ৪.০০: ইটালিতে নতুন করে লকডাউনের কোনও সম্ভাবনা নেই, জানাব সরকার।
দুপুর ৩.১০: মার্চ মাস থেকে গুজরাটের অর্ধেক নাগরিককে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হচ্ছে।
দুপুর ৩.০০: ইন্দোননেশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ২ হাজার ৩৭ জন।
দুপুর ২,৪৮: করোনা আবহে JEE ও NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি।
Adhir Ranjan Chowdhury, Leader of Congress in Lok Sabha, writes to PM Modi for deferment of JEE & NEET exams till COVID-19 situation stabilises. “Aspirants are under tremendous mental pressure as to how they could be remained immune while attending exams physically,” he writes. pic.twitter.com/dgMpXRiUPO
— ANI (@ANI) August 23, 2020
দুপুর ২.৪৩: করোনা কালে গত পাঁচ মাসে রেলের মোট ১.৭৮ কোটি টিকিট বাতিল হয়েছে। আরটিআইতে প্রকাশ্যে এল তথ্য।
দুপুর ২.০০: কোভিশিল্ড নিয়ে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা। দাবি সিরাম ইন্সটিটিউটের। তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হলে তবে উৎপাজন শুরু করবে সংস্থা।
Serum Institute of India clarifies that the current claims over COVISHIELD’s availability, in the media are completely false and conjectural. Presently, government has granted us permission to only manufacture the vaccine and stockpile it for future use: Serum Institute of India pic.twitter.com/hMyCrwzXON
— ANI (@ANI) August 23, 2020
দুপুর ১.১৫: পুদুচেরিতে যাতায়াতের জন্য বিশেষ ই পাসেপ প্রয়োজন নেই।
E-passes not required to travel to and from Puducherry: Union Territory administration #COVID19
— ANI (@ANI) August 23, 2020
বেলা ১২.৪৭: দক্ষিণ কোরিয়ায় গিরজা ও সমুদ্র সৈকতগুলি বন্ধ করে দেওয়া হল। ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে বেসবল। করো আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নয়া সিদ্ধান্ত প্রশাসনের।
বেলা ১২.২৮: পুদুচেরিতে করোনা আক্রান্ত আরও ৪১২ জন।
412 new #COVID19 cases, 350 discharged cases & 8 deaths reported in Puducherry today. Total number of cases in the state stands at 10,522, including 3,706 active cases, 6,657 recovered cases & 159 deaths till date: State Health Department, Government of Puducherry pic.twitter.com/z8i2gEdhoq
— ANI (@ANI) August 23, 2020
বেলা ১২.১১: গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৪০০।
2,384 new #COVID19 cases, 1,851 recoveries & 11 deaths reported in Telangana yesterday, taking the total number of cases to 1,04,249 in the State.
The total number of cases includes 22,908 active cases, 80,586 recoveries & 755 deaths so far: State Health Department pic.twitter.com/ePjruiBdxy
— ANI (@ANI) August 23, 2020
বেলা ১২.০০: পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দু লক্ষ ৯৩ হাজার।
সকাল ১১.৫০: কলকাতা পুরসভার ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি অনুযায়ী পাইকপাড়া ও চিড়িয়ামোড়ের মাঝখানে সূর্যকিরণ আবাসনে করোনা পরীক্ষা করা হল। চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন,” আবাসনে ৩০০ মানুষ রয়েছেন। প্রাথমিক পর্বে ৭০ জনের অ্যান্টিজেন টেস্ট হবে। উপসর্গ থাকা সত্ত্বেও কারও রিপোর্ট নেগেটিভ আসলে তবে তাঁর লালারস সংগ্রহ করে আরটি পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হবে। পজিটিভ হওয়া বাসিন্দাদের নিয়ম মেনে হয় হোম আইসোলেশন কিংবা সেফ হোমে পাঠানো হবে। প্রয়োজনে হাসপাতালে ভরতি করা হবে।”
সকাল ১১.২০: ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭৯ হাজার।
সকাল ১১.০৬: টেলিভিশন ও সিনেমার শুটিংয়ের জন্য নিউ নর্মালের নিয়মকানুন বেঁধে দিচ্ছে কেন্দ্র সরকার। ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়করের। নির্দেশিকার বলা হয়েছে, শুটিং ফ্লোর স্যানিটাইজ করতে হবে। যাঁরা ক্যামেরাই মুখ দেখাবেন, তাঁরা ছাড়া সকলকে মাস্ক পরতেই হবে। মেকআপ টিমের কলাকুশলীদের পিপিই কিট পরার নির্দেশিকা দেওয়াৈ হয়েছে।
I am happy to announce that we are releasing standard operating procedure for film and TV programme shooting: Prakash Javadekar, Union Minister for Information & Broadcasting #COVID19 pic.twitter.com/p2rnOZsCQ9
— ANI (@ANI) August 23, 2020
সকাল ১১.০০: অসমের গুয়াহাটিতে চলছে উইকএন্ড লকডাউন।
Assam: Weekend lockdown being observed in Guwahati to control the spread of #COVID19. pic.twitter.com/yhEPWKlCvq
— ANI (@ANI) August 23, 2020
সকাল ১০.৪৫: করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত।
সকাল ১০.৩২; রাজস্থানে করোনা আক্রান্ত আরও ৬৯৭ জন।
Rajasthan reports 697 new #COVID19 cases and 6 deaths today, taking the total cases to 69,961 including 950 deaths, 54,252 recoveries and 14,759 active cases: State Health Department pic.twitter.com/gr4k8lCXqK
— ANI (@ANI) August 23, 2020
সকাল ১০.১৭: চিনে ১২ আক্রান্তের হদিশ। তবে গত সাতদিনে সেখানে লোকাল ট্রান্সমিশনের হদিশ মেলেনি।
সকাল ১০.০০: গত ২৪ ঘণ্টায় দেশে আট লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।
The total number of samples tested up to 22nd August is 3,52,92,220 including 8,01,147 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/GpJ7l9hwqQ
— ANI (@ANI) August 23, 2020
সকাল ৯.২৫: ফের একদিনে দেশে সংক্রমিতের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুই। মৃত্যু হল ৯১২ জনের।
India’s #COVID19 case tally crosses 30 lakh mark with 69,239 fresh cases and 912 deaths in the last 24 hours.
The #COVID19 case tally in the country rises to 30,44,941 including 7,07,668 active cases, 22,80,567 cured/discharged/migrated & 56,706 deaths: Ministry of Health pic.twitter.com/28wnEi7y5n
— ANI (@ANI) August 23, 2020
সকাল ৯.১৭: মেক্সিকোতে করোনায় মৃত্যু বেড়ে ৬০ হাজার। সংক্রমিতের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ।
সকাল ৯.১০: অস্ট্রেলিয়ায় নতুন করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। রবিবার আরও ১৭ জনের মৃত্যু হল। মূলত ভিক্টোরিয়া প্রদেশেই করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।
সকাল ৮.৫০: প্রয়াগরাজে চলছে উইকএন্ড লকডাউন।
Weekend lockdown being observed in Prayagraj, to curb the spread of #COVID19 pic.twitter.com/fjj4uHqCXG
— ANI UP (@ANINewsUP) August 23, 2020
সকাল ৮.৩৭: ইচ্ছে থাকলেই উপায় হয়, তা প্রমাণ করে দিলেন কাশ্মীরের (Kashmir) এক স্কুল শিক্ষক। লকডাউনের (Lockdown) জেরে টানা ছয় মাস স্কুল বন্ধ। কিন্তু তাতে শিক্ষা বাধা পায়নি। কখনও অনলাইন ক্লাস করে আবার কখনও কমিউনিটি ক্লাস করে পড়ুয়াদের পড়িয়েছেন তিনি। এবার তাংর সেই প্রয়াসকে স্বীকৃতি দেবে শিক্ষা মন্ত্রক।
J&K: Sunil Kumar, a govt school teacher from Udhampur to be conferred with National Award for Teachers 2020 by Ministry of Education. He says,”As schools remain closed, I’ve been giving lessons digitally&also organising community classes. Education is the key to a better future.” pic.twitter.com/LkEI9LiRXG
— ANI (@ANI) August 23, 2020
সকাল ৮.৩০: ঝাড়খণ্ডের (Jharkhand) আরও এক মন্ত্রী করোনা আক্রান্ত। টুইট করে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন সে রাজ্যের কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ।
Jharkhand Agriculture Minister Badal Patralekh says, he has tested positive for #COVID19 pic.twitter.com/edh95W48jA
— ANI (@ANI) August 23, 2020
সকাল ৮.২৫: করোনার প্রতিষেধকের (Corona Vaccine) দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দেশে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। সেই সংক্রান্ত তথ্য দিতে আগামী সপ্তাহে নয়া পোর্টাল আনছে ICMR।
সকাল ৮.২০: ইরানে (Iran) করোনার মোকাবিলা করতে গিয়ে অন্তত ১৬৪ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
সকাল ৮.১৪: দক্ষিণ আফ্রিকায় (South Africa) ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণ। সে দেশে আক্রান্তের সংখ্যা ছয় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে আড়াই হাজার।
সকাল ৮.০৫: ইজরায়েলে (Israel) লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ প্রশাসন। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন দেশবাসী।
সকাল ৮.০০: বিশ্বে করোনায় (Corona Virus) মৃতের সংখ্যা আট লক্ষের গণ্ডি ছাড়িয়ো গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.