Advertisement
Advertisement

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ!

বড় ঘোষণা পরম ধর্ম সংসদের৷

 Construction of Ram temple will begin from Feb 21
Published by: Tanujit Das
  • Posted:January 30, 2019 8:58 pm
  • Updated:January 30, 2019 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অযোধ্যায় শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ৷ বুধবার এমনই বড়সড় ঘোষণা করল পরম ধর্ম সংসদ নামের একটি ধর্মীয় সংগঠন৷ তাঁদের দাবি, সময় এসে গিয়েছে৷ এখনই রাম মন্দির নির্মাণ শুরু হওয়া প্রয়োজন৷ তা না হলে অনেক দেরি হয়ে যাবে৷ সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শীঘ্রই মন্দির নির্মাণের জন্য ইট জোগাড়ের কাজ শুরু করবেন তাঁরা৷

[এই কাজটি করলেই আপনাকে পরিষেবা দেওয়া বন্ধ করবে উবের ]

Advertisement

বুধবার প্রয়াগরাজের কুম্ভে বৈঠক করেন পরম ধর্ম সংসদের সদস্যরা৷ সেই বৈঠকেই অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের বিষয়ে আলোচনা করেন তাঁরা৷ দীর্ঘ আলোচনার পর ঠিক হয় মন্দির নির্মাণের দিনক্ষণ৷ সংগঠনের সদস্যরা জানান, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান করেন তাঁরা৷ কিন্তু এবার মন্দির নির্মাণের সময় এসে গিয়েছে৷ তাই আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মন্দির নির্মাণের কাজ শুরু করতে চান তাঁরা৷ দেশের শীর্ষ আদালতের এখনও বিচারাধীন রয়েছে অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলা৷ একথা মাথায় রেখেই ওই সংগঠনের এক সাধু জানান, ‘‘মন্দির নির্মাণ একটি সময়সাপেক্ষ ব্যাপার৷ তাই এখন থেকে মন্দির নির্মাণের কাজ শুরু না করলে বা ইট জোগাড় করে না রাখলে৷ নির্মাণ শেষ হতে অনেক সময় লাগবে৷ আমাদের সংগঠনের চার জন সদস্য, প্রত্যেকে একটি করে ইট ওখানে নিয়ে যাবে৷ প্রত্যেক দিন এই ভাবে আমরা ইট জোগাড় করব৷’’

[কুঁড়েঘরে থাকেন বিধায়ক, চাঁদা তুলে বাড়ি বানিয়ে দিচ্ছেন অনুগামীরাই]

দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি এস এস বোবদে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত ছিলেন না। এর জেরে আবারও পিছিয়েছে যায় শুনানি। ওই দিনই অযোধ্যার বিতর্কিত জমি সংলগ্ন ‘অবিতর্কিত জমি’ ফেরত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রের মোদি সরকার। সরকার জানায়, ওই জমি রামজন্মভূমি ন্যাসের হাতে তুলে দিতে চায় কেন্দ্র৷ ফলে অধিগৃহীত ৬৭ একর জমি ফিরিয়ে দেওয়া হোক এবং ওই জমির উপর নির্মাণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাও তুলে দেওয়া হোক৷

[বেকারত্বের তথ্য প্রকাশে ‘নারাজ’ কেন্দ্র, পদত্যাগ পরিসংখ্যান কমিশনের ২ আধিকারিকের]

প্রসঙ্গত, রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া দ্রুত শুরুর দাবিতে বহুদিন ধরেই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়াপন্থীরা৷ আরএসএস থেকে বিশ্ব হিন্দু পরিষদ, সকলেরই দাবি, অর্ডিন্যান্স এনে সমস্যার সমাধান করুক সরকার৷ তা না হলে চরম পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন তাঁরা৷ সদ্য সমাপ্ত কুম্ভ মেলাতেও দাবি উঠেছে, অযোধ্যার বিতর্কিত ওই জমিতে দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হোক৷ এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে আখড়া পরিষদ। আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি অভিযোগ করেছে, নির্বাচনের আগে রাম মন্দিরকে ইস্যু করে ফায়দা তুলতে চাইছে বিজেপি। কিন্তু মন্দির নির্মাণে তাঁদের কোনও আগ্রহ নেই। অযোধ্যা মামলার শুনানির জন্য ইতিমধ্যে পুনর্গঠিত হয়েছে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ৷ যাতে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আবদুল নাজির, বিচারপতি এস এ ববদে ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement