Advertisement
Advertisement

Breaking News

Madras HC

‘দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির

এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি।

Constitution will perish if India’s demography is altered, says Madras HC judge। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 6, 2023 3:44 pm
  • Updated:April 6, 2023 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনবিন্যাস (Demography) যদি বদলে দেওয়া হয়, তাহলে ভারতীয় সংবিধানও তার অস্তিত্ব হারিয়ে ফলবে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন মাদ্রাজ হাই কোর্টের (Madras HC) বিচারপতি জি আর স্বামীনাথন। যদিও নিজের বক্তব্যকে তিনি বিশদে ব্যাখ্যা করেননি। তবে একথাও তাঁকে বলতে শোনা গিয়েছে, সংবিধান ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বজায় রাখতে পারবে যতক্ষণ দেশের ঐতিহ্য ও ধর্মের অধীনে থাকা মানুষরা এক থাকেন।

ঠিক কী বলেছেন তিনি? বিচারপতি স্বামীনাথন চেন্নাইয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ”বি আর আম্বেদকরের লেখা সংবিধান সকলের জন্য। কিন্তু সংবিধানকে যদি একই রকম থাকতে হয়, তাহলে তা রচনার সময় দেশের জনবিন্যাস যা ছিল সেটাকে বজায় রাখতে হবে। যদি জনবিন্যাস বদলে যায়, তাহলে সংবিধানও অস্তিত্ব হারিয়ে ফেলবে। সুতরাং সংবিধানকে একই রকম রাখতে গেলে দেশের জনবিন্যাসের প্রকৃতিকে অপরিবর্তিত রাখতে হবে। আর সেটা করতে গেলে ভারতের ধর্ম ও ঐতিহ্যকে যাঁরা অনুসরণ করেন তাঁদের সেই ধারা বজায় রাখতে হবে। একজন বিচারপতি হিসেবে আমি এর বেশি বলতে পারব না।”

Advertisement

[আরও পড়ুন: আরও একজনের শরীরে ‘বোম্বে ও’ গ্রুপের রক্তের সন্ধান, আদানপ্রদান বোলপুরে]

তবে এদিন বক্তব্য রাখার সময় তাঁকে বলতে শোনা যায়, ”এই কথাগুলো হয়তো একটু বিতর্কিত মনে হতে পারে। কিন্তু আমি তেমন কিছু বলতে চাইছি না।”

[আরও পড়ুন: সিবিআইয়ের ডাকে সাড়া দেননি, এবার গরু পাচার মামলায় আবদুল লতিফকে দিল্লিতে ডাকল ED]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement