সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কর্ণাটকে ‘অপারেশন লোটাস’! রাজ্যে কংগ্রেস সরকার ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। সোমবার এমনটাই দাবি করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডি (এস)-এর সঙ্গে হাত মিলিয়ে কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা তৈরির চক্রান্ত করছে গেরুয়া শিবির বলে অভিযোগ তুলেছে সে রাজ্যের শাসকদল কংগ্রেস। বলে রাখা ভাল, চলতি বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ফলে দাক্ষিণাত্যে শেষ গড় হাত ছাড়া হয় পদ্ম শিবিরের। তবে লোকসভা নির্বাচনের আগে আরএসএস-এর গবেষণাগার বলে পরিচিত রাজ্যটি যেনতেন প্রকারে হস্তগত করতে চাইছে বিজেপি বলেই মনে করছেন অনেকে।
এই প্রেক্ষাপটে কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, “কংগ্রেস সরকার ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। আমাদের কাছে খবর আছে। কে এসব করছে তাও আমরা জানি। এই ষড়যন্ত্র করতেই বেঙ্গালুরুর বদলে তারা ওখানে (সিঙ্গাপুর) গিয়েছে। তবে এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না।”
তাৎপর্যপূর্ণ ভাবে, বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জেডি (এস) বলে জল্পনা চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন ও উড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘচনা ইস্যুতে মোদি সরকারের পাশেই দাঁড়িয়েছে দেবগৌড়া ও কুমারস্বামীর দল। এছাড়া, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটেক বৈঠক এড়িয়ে যায় জেডি (এস)।
উল্লেখ্য, ২০১৮ কর্ণাটকের বিধানসভা ভোটের পরে কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কর্ণাটকে মাত্র একটি আসনে জিতেছিল জেডিএস। পরাজিত হয়েছিলেন স্বয়ং দেবগৌড়া। এরপর ‘অপারেশন লোটাস’ বা বিধায়ক ভাঙিয়ে জেডি (এস)-কংগ্রেস জোট সরকারের পতন ঘটায় বিজেপি। এবারও তেমন চেষ্টা চলছে বলে অভিযোগ শিবকুমারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.