সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের (Ram Temple)। অবশেষে আনুষ্ঠানিক ভাবে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়ে দিলেন, ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন হবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, ”ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের ভূতলের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিষ্ঠা সমারোহ হবে ২২ জানুয়ারি।”
এদিকে মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস মহাজার জানিয়েছেন, ”১৫ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। তাঁদের লেখা চিঠিতে সাড়া দিয়েছে পিএমও। আর তারপরই ঠিক হয়ে গিয়েছে ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অযোধ্যা (Ayodhya) যাবেন। আর তাই ওইদিনই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে।”
উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত। ভোটের মুখে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখে আসন্ন লোকসভা (Lok Sabha Eletion) নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.