Advertisement
Advertisement

Breaking News

Meghalaya

মেঘালয়ে তৃণমূলকে ভয়! ফলপ্রকাশের আগেই বিজেপির দ্বারস্থ মেঘালয়ের মুখ্যমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠতা মিলবে না জেনেই কি ঘর গোছানো শুরু বিজেপি-এনপিপির?

Conrad Sangma met Himant Biswa Sharma ahead of Meghalaya poll result | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:March 1, 2023 8:27 pm
  • Updated:March 1, 2023 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের গণনা। এহেন পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sharma) সঙ্গে দেখা করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাংমা। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিশঙ্কু ফল হতে চলেছে মেঘালয় বিধানসভায়। ফলে প্রশ্ন উঠছে, তৃণমূলকে আটকাতেই কি বিজেপির (BJP) সঙ্গে জোটের পথে হাঁটছে সাংমার (Conrad Sangma) এনপিপি?

প্রসঙ্গত বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই কনরাড জানিয়েছিলেন, যদি কোনও দল মেঘালয়ের দাবিকে জাতীয় স্তরে পৌঁছে দিতে পারে, তাহলে আমাদের সঙ্গে জোটের পথ খোলা রইল। রাজ্যের স্বার্থে যেটা সবচেয়ে ভাল, আমরা সেই পথেই হাঁটব।” তারপরেই জল্পনা শুরু হয়, তবে কি ফের বিজেপির সঙ্গেই জোট বাঁধতে চলেছেন সাংমা? প্রথমবার মেঘালয়ে (Meghalaya) লড়তে নেমেই ১১ থেকে ১৩টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। সরকারে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে তাদের।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস নেতার মেয়ের NGOতে বন্ধ বিদেশি অনুদানের লাইসেন্স, তোপ বিরোধীদের]

সেই জল্পনাই আরও উসকে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, গুয়াহাটির একটি হোটেলে খুব তাড়াহুড়োর মধ্যেই আলোচনা সারেন দুই নেতা। মঙ্গলবার রাতেই আবার মেঘালয়ে ফিরে আসেন সাংমা। তবে এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি দুই নেতার ঘনিষ্ঠদের।

বৃহস্পতিবার একসঙ্গে তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে। ত্রিপুরা ৪০ টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি, এমনটাই বলছে এক্সিট পোল। নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যেও অধিকাংশেই জয়ী হতে পারে এনডিএ জোট। তবে ৬০ আসনের মেঘালয়ে ত্রিশঙ্কু ফল হবে বলেই অনুমান। কোন পথে হাঁটবে মেঘালয়, উত্তরের অপেক্ষায় সারা দেশের রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: ক্ষমতায় এলেই ৫০০ টাকায় গ্যাস, LPG মূল্যবৃদ্ধির দিনই বড় ঘোষণা কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement