সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না বিজেপির। মহারাষ্ট্রে সরকার গড়ার লড়াইয়ে হার মানার পর রাজস্থান থেকেও দুঃসংবাদ পেল দল। রাজস্থানের স্থানীয় নির্বাচনে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়ে গেল গেরুয়া শিবির। মোট ৪৯টি আসনের মধ্যে ৩৫টি আসনই দখলে গেল কংগ্রেসের। অন্যদিকে, বিজেপির দখলে গিয়েছে মাত্র ১২টি আসন। কংগ্রেস ৩৫টি আসন জিতলেও তাঁদের সমর্থনে জয় পেয়েছেন জয়সলমিরের নির্দল প্রার্থী। বিজেপির এক প্রার্থী জয়ের কয়েক ঘণ্টা পরেই যোগ দিয়েছেন কংগ্রেসে।
সম্প্রতি রাজস্থানের ৩টি নগর নিগম, ১৭টি নগর পরিষদ এবং ২৯টি নগর পালিকার নির্বাচন হয়। মঙ্গলবার থেকে শুরু হয় ভোটগণনা। ফলাফল প্রকাশ পেতেই দেখা যায় বিজেপির তুলনায় কয়েকশো যোজন এগিয়ে রাজ্যের শাসকদল কংগ্রেস। কংগ্রেস ২১টি নগর পালিকা, ১৩ টি নগর পরিষদ এবং ১ টি নগর নিগম জিতেছে। বিজেপি ৭টি নগর পালিকা, ৪টি নগর পরিষদ এবং একটি নগর নিগম জিতেছে। একটি নগর নিগমে জিতেছেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী। মোট তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন প্রার্থীরা। এর মধ্যে ভরতপুরে বিজেপি প্রার্থী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জেতেন। কিন্তু, জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যোগ দেন কংগ্রেসে। অন্য দুই আসনে কংগ্রেসই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে।
এই প্রথম নয়, এর আগেও রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলত থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট, সকলেই এই রায়ে উচ্ছ্বসিত। গেহলত বলছেন, “মানুষ আন্তরিকভাবে আমাদের সমর্থন করেছে। আমরা তাঁদের উন্নয়নের জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করব।” শচীন পাইলটও রাজস্থানের কংগ্রেস কর্মীদের এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বিজেপির দাবি, স্থানীয় নির্বাচনে রাজ্য সরকার সমস্ত সরকারি সুযোগ সুবিধার দুর্ব্যবহার করেছে।
This is heartening that Congress candidates have been elected in 35 Urban Local Bodies out of 49 for the post of chairpersons. I congratulate them, party workers n leaders.
— Ashok Gehlot (@ashokgehlot51) November 26, 2019
People have so graciously given their support n we will do our best to fulfill their aspirations.#Rajasthan
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.