Advertisement
Advertisement
Congress

উনিশের থেকে বেশি আসন পাওয়াই টার্গেট কংগ্রেসের! চিদম্বরমের বয়ানে প্রশ্ন

২০১৯ সালে কংগ্রেস পেয়েছিল মোটে ৫২ আসন। চিদম্বরমের বয়ানের পর প্রশ্ন, তাহলে কি ওই ৫২ পেরনোই লক্ষ্য কংগ্রেসের?

Congress will get more seats in 2024 compared to 2019 elections: P Chidambaram

কংগ্রেসের ইস্তেহার প্রকাশ।

Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2024 6:56 pm
  • Updated:April 13, 2024 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর থেকে বেশি আসন পাবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের কয়েক দিন আগে বললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। কিন্তু একই সঙ্গে তুলে দিলেন একাধিক প্রশ্ন। ২০১৯-এর থেকে বেশি তো বটে কিন্তু মোট কত আসন পাওয়ার আশা করছে কংগ্রেস? ১০০, ১৫০, সংখ্যাটা ঠিক কত? কংগ্রেস আদৌ ক্ষমতা থেকে বিজেপিকে (BJP) সরানোর জন্য লড়ছে, নাকি নিজেদের ২০১৯ সালের পারফরম্যান্সের থেকে ভালো ফল করার জন্য লড়ছে?

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চিদম্বরমের মন্তব্য, “সব রাজ্যের কথা বলতে পারব না। তবে তামিলনাড়ু, এবং কেরলে ইন্ডিয়া (INDIA) জোট দারুণভাবে জিতবে। কেরলের দুই ফ্রন্টের মধ্যেই ২০ আসন থাকবে। বিজেপি কিছু পাবে না। কর্নাটক এবং তেলেঙ্গানায় কংগ্রেস সরকার জনপ্রিয়। সব মিলিয়ে ২০১৯-এর চেয়ে বেশি আসন পাবে কংগ্রেস।” চিদম্বরমের দাবি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ডেও ইন্ডিয়া জোটের জন্য ভালো খবরই অপেক্ষা করে আছে।

Advertisement

[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]

চিদম্বরমের দাবি, বিজেপি (BJP) বিরোধীদের হিন্দু বিরোধী বলে দেগে দেওয়ার চেষ্টা করছে। এমনকী ‘হিন্দু খতরে মে’ হ্যায় বলে যে প্রচার করা হচ্ছে, সেটারও কোনও ভিত্তি নেই। হিন্দু কোথাও ‘খতরে মে’ নেই। এটা বিজেপির সংগঠিত অপপ্রচার। বিজেপি হারের আশঙ্কায় এসব করে।

[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]

২০১৯ সালে কংগ্রেস পেয়েছিল মোটে ৫২ আসন। চিদম্বরমের বয়ানের পর প্রশ্ন, তাহলে কি ওই ৫২ পেরনোই লক্ষ্য কংগ্রেসের? বিজেপি যেখানে বুক ঠুকে ৪০০ আসনের দাবি করছে, সেখানে হাত শিবির কোনও টার্গেটই কর্মীদের দিতে পারছে কি? নাকি সাংগঠনিকভাবে কংগ্রেস এতটাই দুর্বল যে ওই ৫২ আসন পেরোনোটাকেই তাঁরা সাফল্য হিসাবে গণ্য করছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement