ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ও বিজেপি দুটি দলই দুর্নীতিগ্রস্ত, দেশকে লুটেছে। মঙ্গলবার টুইট করে এই অভিযোগই করল দিল্লির শাসকদল আপ (AAP)। বিহারের বিধানসভা নির্বাচনের আগে দেশের প্রধান দুটি দলকে এভাবে আক্রমণের ফলে নতুন জল্পনা তৈরি হয়েছে। কী কারণে দিল্লির শাসকদল এই মন্তব্য করলে তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
Congress was looting our country, then BJP came and said…
“Ye main kar leta hu, tab tak aap Dream-11 pe team banao”
— AAP (@AamAadmiParty) October 13, 2020
মঙ্গলবার আপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)’র তুমুল সমালোচনা করা হয়। কটাক্ষ করে লেখা হয়, ‘কংগ্রেস আমাদের দেশকে লুটছিল। এরপর বিজেপি এসে বলল, এটা আমরা করে নিচ্ছি ততক্ষণ তোমরা স্বপ্নের একাদশ তৈরি করো।’
এই টুইটের আগে সোমবার দিল্লির যন্তরমন্তরে পাঞ্জাবের আপ নেতা-কর্মীদের একটি প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান দুটি দল বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন আপ প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গতমাসে সংসদে যেভাবে তিনটি কৃষি বিলকে আইনে পরিণত করেছেন তার তুমুল সমালোচনা করেন। এর ফলে দেশজুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন। এই তিনটি আইন অবিলম্বে বাতিল করার দাবি জানান।
এপ্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ‘যখন এই বিলটি তৈরি হচ্ছিল তখন জাতীয় পার্টির এক নেতা ওই কমিটি ছিলেন এবং তিনি এই বিলটি বানানোর জন্য বিজেপিকে অভিনন্দনও জানান। কিন্তু, পরে বিলটি যখন পাশ হয়ে যায় তখন তারা প্রতিবাদ করছে। মানুষ কি বোকা?’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.