Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

‘সংখ্যালঘুদের গোমাংস খাওয়ার অধিকার দিতে চায় কংগ্রেস’, মোদির পর মেরুকরণে যোগীও!

মোদির মতো সরাসরি ‘মুসলিম’ শব্দ ব্যবহার না করলেও 'সংখ্যালঘু'দের কথাই বলতে চেয়েছেন যোগী, দাবি বিরোধীদের।

Congress wants to give minorities right to eat beef, says Yogi Adityanath

ফাইল চিত্র

Published by: Sulaya Singha
  • Posted:April 27, 2024 12:46 pm
  • Updated:April 27, 2024 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে ফের মেরুকরণের রাজনীতির পথে হাঁটল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পর এবার কংগ্রেসকে একহাত নিতে ‘সংখ্যালঘু’কেই নিশানা করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে দেন, “নির্লজ্জ কংগ্রেসের লক্ষ্যই হল গোহত্যা করে সংখ্যালঘুদের মাংস খাওয়ার অধিকার দেওয়া।”

লোকসভা নির্বাচনে সম্ভলে বিজেপির টিকিটে লড়ছেন পরমেশ্বর লাল সাইনি। শুক্রবার মোরাদাবাদের বিলারিতে তাঁর সমর্থনে প্রচারে হাজির হন আদিত্যনাথ। সেখানেই হাত শিবিরের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, গরুকে যেখানে মায়ের আসনে বসানো হয়, কংগ্রেসের উদ্দেশ্য সেই গরুকেই কসাইদের হাতে তুলে দেওয়া। ভারত কি এটা মেনে নেবে? মোদির মতো সরাসরি ‘মুসলিম’ শব্দ ব্যবহার না করলেও ‘সংখ্যালঘু’দের কথাই বলতে চেয়েছেন যোগী। এমনটাই দাবি বিরোধীদের।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না’, CBI-NSG তল্লাশির পরদিনই তোপ মমতার]

এখানেই শেষ নয়, মোদির সুরে সুর মিলিয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, মহিলাদের সম্পত্তি কেড়ে রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিলিয়ে দিতে চায় কংগ্রেস। উল্লেখ্য, এর আগে রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় মোদি বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদে সবার প্রথমে অধিকার মুসলিমদের। তাই সমীক্ষার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’ আবার গত সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘‘কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা-বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। কাদের বিলিয়ে দেবে, তা আপনারা জানেন।’’ এবার সেই সুরই শোনা গেল যোগীর গলায়।

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক সমীক্ষায় সামনে এসেছে যে বিজেপি সরকারের আমলে দেশে ধনী-গরিবের বৈষম্য বেড়েছে। দেশের সম্পদ কয়েক জনের দখলে চলে গিয়েছে। যা তুলে ধরে ধনীদের সম্পদের হিসাব করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, মোদির ‘ঘনিষ্ঠ’ শিল্পপতিদের ফুলেফেঁপে ওঠা নিয়ে ক্ষুব্ধ জনসাধারণ। তা বুঝতে পেরেই মেরুকরণের পথে হাঁটছে পদ্মশিবির।

[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement