সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এ বিজেপি বিরোধী মহাজোটের নেতা হোক রাহুল গান্ধীই। কার্যকরী কমিটির বৈঠকে এমনটাই দাবি তুললেন কংগ্রেসের শীর্ষ নেতারা। আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় এনে বিজেপি বিরোধী মহাজোট তৈরির ফর্মুলাতেই শিলমোহর দিল কংগ্রেসের সর্বোচ্চ নিয়ামক কমিটি। সেই সঙ্গে আগামী লোকসভা ভোটে রাহুলকেই দলের নেতা নির্বাচিত করে ফেলল কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
Rahul ji has been authorised to form election campaign committee and take decisions on pre-poll and post-poll alliance: Ashok Gehlot, AICC General Secretary pic.twitter.com/H7qlye4fU5
— ANI (@ANI) July 22, 2018
আপাতত অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের কাজটি করে আসছেন সনিয়া গান্ধী। ইউপিএ চেয়ারপার্সনের পদেও রয়েছেন সনিয়া। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যা ইঙ্গিত মিলল তাতে আগামিদিনে জোট গঠনের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের সভাপতিকেই। ইতিমধ্যেই রাহুল নাকি একটি কমিটিও গঠন করে ফেলেছেন। সেকথা সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, জোট গঠনের কাজ করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, কমিটিতে কারা থাকছেন তা নিয়ে কোনও মন্তব্য করেননি কংগ্রেস সভাপতি। তবে, কমিটির নেতৃত্বে থাকছেন রাহুল তা স্পষ্ট। কংগ্রেসের রাজস্থানের দুই নেতা শচীন পাইলট এবং অশোক গেহলট সেকথা জানিয়েও দিয়েছেন।
#WATCH: Congress President Rahul Gandhi says ‘We are setting up a group that is going to do that (alliance)’ on being asked on alliance for 2019 Lok Sabha election. pic.twitter.com/qCFANusupJ
— ANI (@ANI) July 22, 2018
এর আগেই ২০১৯ লোকসভায় শক্তিশালী ১২ টি রাজ্য থেকে ১৫০ টি আসন দখলের ফর্মুলা দিয়েছিলেন চিদম্বরম। চিদম্বরমের আশা বাকি রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে আরও অন্তত ১৫০ টি আসন জেতা সম্ভব। কংগ্রেসের আরেক নেতা রণদীপ সিং সূরজেওয়ালা আশাবাদী, ২০০৪ সালে জেতা আসনসংখ্যার থেকে এবার আরও বেশি আসন পাবে হাত শিবির। কিন্তু প্রশ্ন হল, কংগ্রেস নেতারা আশাবাদী হলেও অন্য বিরোধী নেতারা কী রাহুলকে মানবেন? এখনও জাতীয় স্তরে বেশিরভাগ নেতা রাহুলকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেন না। তাছাড়া এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধীদের একত্রিত করার কাজ শুরু করেছেন, তাতে অনেকেই তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষে সওয়াল করছেন। আবার বিরোধীদের মধ্য একাধিক নেতার প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য শরদ পাওয়ার, মায়াবতীরা। যদিও কংগ্রেসের দাবি, লোকসভায় দেড়শোর বেশি আসন পেলে অন্য বিরোধীদের তর্কের কোনও জায়গায় থাকবে না।
We expect to better our ’04 performance. People will decide. Once Congress party becomes the single largest party touching the same magic figure of 200 or more, naturally Congress party will be leading whoever else wants to come&walk hand in hand: Randeep Surjewala (1/2) pic.twitter.com/8p2IapPBe0
— ANI (@ANI) July 22, 2018
Naturally then Congress President would be the only face to be projected. Congress would fight this election by putting forward our leader – Rahul Gandhi: Randeep Surjwala, Congress when asked if Rahul Gandhi will be Prime Ministerial candidate of Congress party (2/2) pic.twitter.com/AU6nKusdol
— ANI (@ANI) July 22, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.