Advertisement
Advertisement

বিজেন্দরের বক্সিং দেখতে গিয়ে বিপাকে রাহুল!

ধেয়ে এল কটুক্তি, সঙ্গে ‘মোদি’ নামের স্লোগান!

Congress Vice President Reportedly Booed by Audiences at Thyagaraj Stadium
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 2:01 pm
  • Updated:July 17, 2016 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বিজেন্দরের এশিয়া সেরা হওয়ার লড়াইয়ের সাক্ষী হতে৷ ফিরলেন সমালোচনার তিক্ত স্বাদ নিয়ে৷ শনিবার ডব্লুবিও’র এশিয়া পেসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ দেখতে গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ শোনা গিয়েছে, ছাই রঙের টি-শার্ট ও ডেনিম জিন্স পরে রাহুল স্টেডিয়ামে ঢোকা মাত্র নাকি একদল দর্শক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে এবং মোদির নাম উচ্চারণ করে স্লোগান দিতে থাকে৷

বিষয়টিকে পাত্তা না দিয়ে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার পাশে গিয়ে বসেন রাহুল৷ কেরি হোপসকে হারিয়ে বীজেন্দ্রর এশিয়া সেরা হওয়ার পুরো ঘটনার সাক্ষী হন৷ কিন্তু, ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হতে গিয়ে আবার দর্শকদের কটুক্তির মুখে পড়তে হয় কংগ্রেসের সহ সভাপতিকে৷

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দর্শকদের কটুক্তির বিনিময়ে শুধুমাত্র সামান্য হাসি ফেরত দিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান রাহুল৷ মোদি ম্যানিয়া যে কংগ্রেসের পোস্টার বয়কে একটু হলেও বিব্রত করেছে, তা তাঁর ওই এক চিলতে হাসিতেই বোঝা গিয়েছে বলে দাবি উপস্থিত দর্শকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement