Advertisement
Advertisement
Maharashtra Assembly Election

মহারাষ্ট্রে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, বিজেপিতে যোগ সাড়ে চার দশক পুরনো নেতার

টিকিট না পেয়েই বিজেপিতে যোগ, মানছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

Congress veteran Ravi Raja joins BJP weeks ahead of Maharashtra Assembly Election
Published by: Subhajit Mandal
  • Posted:November 1, 2024 9:28 am
  • Updated:November 1, 2024 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। বিজেপিতে যোগ দিলেন দলের প্রায় সাড়ে ৪ দশকের পুরনো নেতা রবি রাজা। মুম্বই কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। বৃহন্মুম্বই পুরসভার পাঁচবারের কাউন্সিলর রবি, মুম্বইয়ের রাজনীতিতে পরিচিত মুখ।

মহারাষ্ট্রের নির্বাচনে সম্মুখ সমরে কংগ্রেস এবং বিজেপি। রাজ্যের মোট ৭৩ আসনে সরাসরি লড়াই দুই শিবিরের। এর মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি আসন রয়েছে। সেই আসনগুলিতে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারেন রবি। বিএমসির পাঁচবারের কাউন্সিলর রবি প্রায় ৪৪ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত। অনেকে তাঁকে মুম্বই রাজনীতির এনসাইক্লোপিডিয়া বলেন। বস্তুত মুম্বইয়ের নাড়িনক্ষত্র তাঁর নখদর্পণে। সেকারণেই তাঁর বিজেপিতে যোগ বড় ধাক্কা হতে পারে কংগ্রেসের জন্য।

Advertisement

বৃহস্পতিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ দেবেন্দ্র ফড়ণবিস এবং মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রবি। কেন ৪৪ বছর পর কংগ্রেস ত্যাগ? বর্ষীয়ান নেতা স্পষ্টই বলছেন, যেভাবে কংগ্রেসে টিকিট বিতরণ হয়েছে, তাতে তিনি অখুশি। যোগ্যতার ভিত্তিতে টিকিট বিতরণ হয়নি। পাঁচবারের কাউন্সিলর হওয়ার সুবাদে এবার টিকিট প্রাপ্য ছিল তাঁর। শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে কংগ্রেসের জোটও মানতে পারছেন না তিনি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ২৮৮ আসনের ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। ভোটগণনা ২৩ নভেম্বর। ২৮৮ আসনের মধ্যে বিজেপি লড়ছে দেড়শোর বেশি আসনে। কংগ্রেস লড়ছে ১০২ আসনে। তবে রবি টিকিট পাননি। সেকারণেই তাঁর দলত্যাগ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement