Advertisement
Advertisement
Congress BJP

প্যালেস্তিনীয়দের ‘পাশে’ কংগ্রেস, ‘বাজপেয়ীও তো…’, বিজেপির বিরোধিতায় তোপ হাত শিবিরের

ইজরায়েল-হামাস দ্বন্দে কংগ্রেসের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল বিজেপি।

Congress uses Vajpayee name to slam BJP amidst protest on Palestine resolution | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 11, 2023 12:41 pm
  • Updated:October 11, 2023 12:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস (Hamas) বনাম ইজরায়েল (Israel) দ্বন্দ্বে চাপানউতোর শুরু হয়েছে কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মধ্যে। এহেন পরিস্থিতিতে অটল বিহারী বাজপেয়ীর উক্তি টেনে এনে বিজেপিকে পালটা দিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, বাজপেয়ীর মতের সঙ্গে কংগ্রেসের প্রস্তাবে কোনও তফাত নেই। যেকোনও জায়গাতেই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সবার আগে। নিরাপদে তাঁদের দেশে ফিরিয়ে আনাটাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রসঙ্গত, হামাস ও ইজরায়েলের দ্বন্দ্ব শুরু হওয়ার পরে প্যালেস্তিনীয়দের সমর্থনে একটি প্রস্তাব পাশ করে কংগ্রেস। তার পালটা দেয় বিজেপিও।

কংগ্রেসের প্রস্তাবে বলা হয়েছে, ‘কংগ্রেস সবসময় প্যালেস্তিনীয়দের পাশে রয়েছে। তাঁরা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন এটাই আমরা চাই। ইজরায়েলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’ বিশ্লেষকদের মতে, কংগ্রেস বরাবরই সার্বভৌম স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গড়ার পক্ষে। এই প্রস্তাব নতুন কিছু নয়। তবে প্রশ্ন উঠছে প্রসঙ্গটি উত্থাপন করার সময় নিয়ে।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

এই প্রস্তাব ঘিরে কংগ্রেসকে একহাত নিয়েছে বিজেপি। হাত শিবিরকে একহাত নিয়ে বিজেপি নেতা তথা লোকসভা সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, “এই বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করার দায়িত্ব বিদেশমন্ত্রকের। প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে তা প্রকাশ করা হয়। কংগ্রেসের সমস্যা হচ্ছে তারা বরাবরই দেশের ভাবনা থেকে সরে যায়। ডোকলাম সমস্যার সময়ও আমরা এটা দেখেছি।”

তবে বিজেপির তোপের মুখে পড়ে পালটা দিয়েছে কংগ্রেস। সাংসদ গৌরব গগৈ বলেন, “কংগ্রেসের প্রস্তাব নিয়ে যেভাবে বিজেপি রাজনীতি করছে সেটা খুবই দুঃখজনক। ইজরায়েল হোক বা গাজা- দুই এলাকা থেকেই ভারতীয়রা সুস্থভাবে ফিরে আসুক সেটাই চায় কংগ্রেস। সরকারেরও উচিত সেটা নিয়েই ভাবা। বিজেপি নেতৃত্বকে বলতে চাই, বাজপেয়ীজির বক্তব্যটা ভালো করে বুঝুন আপনারা।” সাংসদ আরও বলেন, বাজপেয়ীর মতের সঙ্গে কংগ্রেসের বক্তব্যে কোনও পার্থক্য নেই।

[আরও পড়ুন: ফের মৃত্যুমিছিল মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে, এবার আট দিনে মৃত ১০৮]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement