Advertisement
Advertisement

Breaking News

Anurag Thakur

রাহুলের প্রতি অনুরাগের ‘ঘৃণাভাষণ’কে সমর্থন মোদির! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের

খোদ প্রধানমন্ত্রী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগকে।

Congress to move privilege motion against PM for backing Anurag Thakur's speech
Published by: Biswadip Dey
  • Posted:July 31, 2024 2:13 pm
  • Updated:July 31, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। তাঁর ভাষণের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস।

ঠিক কী হয়েছিল? অনুরাগ রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে বলেন, ”যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!” এই মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন, ”আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাশ করব।” এর পরই অনুরাগ বলেন, তিনি তাঁর মন্তব্যে কারও নামোল্লেখ করেননি।

Advertisement

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

এর পরই খোদ প্রধানমন্ত্রী (PM Modi) এক্স হ্যান্ডলে প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগকে। তিনি লেখেন, ‘আমার তরুণ ও প্রাণশক্তিতে ভরপুর অনুরাগ ঠাকুরের ভাষণটি অবশ্যই শুনুন। তথ্য ও ব্যঙ্গের এক নিখুঁত সংমিশ্রণ। যা ইন্ডিয়া জোটের নোংরা রাজনীতিকে প্রকাশ্যে নিয়ে এসেছে।’ এই পোস্টের বিরোধিতা করেছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, সংসদীয় বিশেষাধিকারের গুরুতর লঙ্ঘন করেছেন মোদি। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে তারা। বুধবার সেই প্রস্তাব পেশও করা হয়েছে কংগ্রেসের তরফে।

কাল রাহুল অনুরাগের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছিলেন, অনুরাগ তাঁকে অপমান করলেও তাঁকে ক্ষমা চাইতে বলবেন না তিনি। কংগ্রেস নেতার কথায়, ”আমার প্রয়োজন নেই।” যদিও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ”কী করে কেউ কারও জাত জানতে চাইতে পারে? আপনারা কারও জাত জানতে চাইতে পারেন না।”

[আরও পড়ুন: তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল! পিছনে কি ইজরায়েল? ঘনাচ্ছে রহস্য]

এর পরই অস্থায়ী স্পিকারের ভূমিকায় থাকা জগদম্বিকা পাল জানিয়ে দেন, অনুরাগের ওই মন্তব্য রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হবে। যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তোলেন, ওই মন্তব্য বাদ দেওয়া হলেও তা সম্পাদনা না করেই অনলাইনে প্রকাশ করা হয়েছে সংসদ টিভিতে। যাকে সংসদীয় ইতিহাসের এক ‘লজ্জাজনক অধ্যায়’ বলেই তোপ দাগেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement