Advertisement
Advertisement

Breaking News

Congress

ভাঁড়ে মা ভবানী, এবার দেশের নামে চাঁদা চাইবে কংগ্রেস

চলতি মাসেই শুরু হবে তহবিল সংগ্রহ অভিযান।

Congress to launch online crowdfunding campaign ‘Donate for Desh’ | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 16, 2023 6:09 pm
  • Updated:December 16, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর কেন্দ্রে ক্ষমতায় নেই দল। রাজ্য বিধানসভাগুলিতেও হাল তথৈবচ। হারতে হারতে এই মুহূর্তে দেশের মাত্র ৩টি রাজ্য কংগ্রেসের (Congress) দখলে। যার অবধারিত প্রভাব পড়ছে দলের তহবিলে। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের এখন রীতিমতো ‘ভাঁড়ে মা ভবানী’ দশা। আয়ের নিরিখে বিজেপির ধারেকাছে নেই দল। ফলে রাহুল গান্ধীরা (Rahul Gandhi) লড়তে চাইলেও অর্থবলে বিজেপির সঙ্গে পেরে উঠেছেন না।

এই পরিস্থিতি বদলাতে এবার দেশবাসীরই দ্বারস্থ হতে চলেছে হাত শিবির। আগামী ১৮ ডিসেম্বর থেকে ‘ডোনেট ফর দেশ’ (Donate For Desh) নামের নতুন এক কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস। শনিবার দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন (Ajay Maken) এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, কংগ্রেস সাধারণ দেশবাসীর কাছে যাবে। এবং বলবে দেশের জন্য দান করুন। আগামী ২৮ ডিসেম্বর ১৩৮তম প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের। সেই কারণে ন্যূনতম চাঁদা ধার্য করা হয়েছে ১৩৮ টাকা।

Advertisement

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলায় গ্রেপ্তার আরও এক, এবার জালে অন্যতম চক্রী মহেশ]

অজয় মাকেন জানিয়েছেন, মহাত্মা গান্ধীর তিলক স্বরাজ তহবিলের অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হচ্ছে। ১৯২১-এ বাল গঙ্গাধর তিলকের প্রথম মৃত্যবার্ষিকীতে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) এক কোটি টাকা সংগ্রহের অভিযান শুরু করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের খরচ জোগাতে ওই অর্থ সংগ্রহের সিদ্ধান্ত হয়। তেমনি কংগ্রেসও যাতে দেশের জন্য ভালোভাবে কাজ করতে পারে, সেজন্য সাধারণ নাগরিকদের কাছে হাত পাতা হবে। এই ধরনের আরও একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে। তার মধ্যে এটা অন্যতম। মূলত সম্পন্ন পরিবারের কাছে এই চাঁদা নেবে হাত শিবির। ১৩৮ টাকা, ১৩৮০ টাকা, ১৩৮০০ টাকা, ইত্যাদি চাঁদার রশিদ থাকবে।

[আরও পড়ুন: সৌরভকে দেখে বিয়ের পিঁড়ি থেকে উঠে দাঁড়ালেন আরেক সৌরভ! তারপর…]

প্রদেশ কংগ্রেস কমিটিগুলিকে (PCC) বলা হয়েছে, বেশি পরিমাণ চাঁদার জন্য সম্পন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করতে। সামনেই লোকসভা ভোট। ভোটের খরচ জোগাতে বিপুল টাকা দরকার। এর আগে কেরলে এই ধরনের কর্মসূচি কংগ্রেস গ্রহণ করেছিল। তাতে ভালো সাড়াও মিলেছে। কংগ্রেস কর্মী নন, এমন বহু সাধারণ মানুষও চাঁদা দিয়েছেন। হাত শিবিরের আশা দেশজুড়েই এই একই ধরনের সাড়া পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement