ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন কৃষি আইনের (Farm Law) প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন করার কথা আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। ২৪ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এবার তারা শুরু করতে চলেছে ‘কিষাণ যাত্রা’ (Kisan Yatra)। দেশের কৃষকদের সঙ্গে একাত্মতা গড়ে তুলতে চলতি সপ্তাহেই কিষাণ যাত্রা শুরু করতে চলেছে দেশের বৃহত্তম বিরোধী দল।
পাঞ্জাবের সঙ্গরুর থেকে শুরু করে যা শেষ হবে রাজধানী দিল্লিতে পৌঁছে। পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জেলায় পৌঁছবে এই কিষাণ যাত্রা। কংগ্রেসের প্রাক্তন নেতা ও সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)জানিয়ে দিয়েছেন, তিনি এই আন্দোলনে যোগ দেবেন এবং পুরোভাগে থাকবেন । সূত্রানুসারে জানা গিয়েছে, সঙ্গরুরে একটি জনসভায় বক্তব্য রাখবেন রাহুল। তারপরই সেখান থেকে শুরু হবে কিষাণ যাত্রা। সেখান থেকে পাটিয়ালার দিকে এগিয়ে চলবে মিছিল।
প্রথমে ঠিক ছিল, ২ অক্টোবর থেকেই শুরু হবে কিষাণ যাত্রা। কিন্তু সম্ভবত একদিন পিছিয়ে তা ৩ অক্টোবর থেকে শুরু হবে। জানা গিয়েছে, রাহুল গান্ধী আগামী দু’তিন দিন পাঞ্জাব ও হরিয়ানায় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করবেন। রাহুল ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই অনুষ্ঠানের লক্ষ্য তিনটি কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং মোদি সরকারের ‘কৃষি-বিরোধী’ মুখ সকলের সামনে তুলে ধরা।
কৃষি আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব কংগ্রেস। কয়েক দিন আগেই কৃষি আইনের বিরুদ্ধে চরম পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধী। সংবিধানের ২৫৪(২) ধারা ব্যবহার করে অন্তত কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এই আইন কার্যকর না করার পরামর্শ দিয়েছেন তিনি।
শুধু কংগ্রেস শাসিত রাজ্যে এই আইন লাগু না করার সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত থাকেনি কংগ্রেস। দলের একাধিক নেতা ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনও এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.