সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান। দিল্লিতেও একলা চলার পক্ষে সওয়াল করল কংগ্রেস। আম আদমি পার্টির সঙ্গে জোটের যাবতীয় জল্পনা উড়িয়ে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিত জানিয়ে দিলেন, সর্বসম্মতিক্রমে আপের সঙ্গে জোটের প্রস্তাব খারিজ করা হয়েছে। দিল্লির ৭টি আসনে একাই লড়বে কংগ্রেস। শীলা দীক্ষিতের এই ঘোষণার পরই পালটা কংগ্রেসকে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, কংগ্রেস অঘোষিতভাবে বিজেপিকে মদত দিচ্ছে।
দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক জল্পনা দীর্ঘদিনের। প্রকাশ্যেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ যে কংগ্রেসের সঙ্গে জোট করতে উদগ্রীব সেকথা গোপন করেননি আম আদমি পার্টির অন্য নেতারাও। কিন্তু কংগ্রেসের শুরু থেকেই জোটের ব্যাপারে নাক উঁচু ছিল। দলীয় সূত্রের খবর, দিল্লিতে দলের হারানো জমি পুনরুদ্ধার করতে একা লড়ার পক্ষেই ছিলেন দলের অধিকাংশ নেতা। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং চন্দ্রবাবু নায়ডুর মধ্যস্থতায় সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হন রাহুল। আজ দিল্লির নেতাদের নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৈঠকে শীলা দীক্ষিত, কেজরিওয়ালের চরম বিরোধী হিসেবে পরিচিত অজয় মাকেন-সহ দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই সর্বসম্মতিক্রমে জোট প্রস্তাবটি নাকচ করা হয়। আসলে দিল্লিতে কংগ্রেসের জন্য সর্বোচ্চ দুটি আসন ছাড়তে চাইছিল আপ, যা না-পসন্দ প্রদেশ নেতাদের। তাদের দাবি ছিল, দুই দলই লড়ুক ৩টি করে আসনে। একটি আসনে প্রার্থী হোক নিরপেক্ষ কেউ। কংগ্রেসের এই দাবি মানতে নারাজ ছিল আপ। তারা কংগ্রেসকে তিনটি আসন ছাড়ার জন্য শর্ত দিয়েছিল পাঞ্জাবেও জোট করার। সেক্ষেত্রে পাঞ্জাবে আপকে ছাড়তে হত চারটি আসন, যাতে নারাজ ছিল কংগ্রেস। কং নেতাদের দাবি, পাঞ্জাবের সবকটি আসনে এমনিতেই তাঁরা বিজেপি-অকালির থেকে ভাল অবস্থায় আছে। এই যাবতীয় অঙ্ক না মেলাই জোট না হওয়ার মূল কারণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, জোটে কংগ্রেসের রাজি না হওয়ার খবর ঠাওর হওয়ামাত্রই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি বলছেন, “গোটা দেশ যখন মোদি-অমিত শাহ জুটিকে হারানোর চেষ্টা করছে তখন কংগ্রেস বিজেপি-বিরোধী ভোট ভাগাভাগি করে বিজেপিকেই সাহায্য করছে। শোনা যাচ্ছে, কংগ্রেস এবং বিজেপির গোপন আঁতাত রয়েছে। দিল্লিবাসী কংগ্রেস-বিজেপির এই অপবিত্র জোটের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.