ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: ‘আমেঠি (Amethi) ও রায়বরেলিতে (Raebareli) গান্ধী পরিবারের প্রার্থী হলে জয় নিশ্চিত।’ ভোটকুশলী সুনীল কানুগোলুর রিপোর্ট জমা পড়তেই নড়েচড়ে বসেছে কংগ্রেস। ২৬ এপ্রিল এই দুই কেন্দ্রে মনোনয়ন প্রক্রিয়া শুরু। সেদিনই আবার নির্বাচন কেরলের ওয়ানড় কেন্দ্রে। সূত্রের খবর, বর্তমান ‘ঘর’-এর নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই ‘আদি’ ঘরে মনোনিবেশ করবেন রাহুল গান্ধী। পাশাপাশি যতই নিজের ইচ্ছা না থাক, কর্মীদের নাছোড় মনোভাবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাও রায়বরেলি থেকে ভোটযুদ্ধে নামবেন, এমনটাই ফিসফাস ২৪, আকবর রোডে।
দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেস (Congress) ও গান্ধী পরিবারের মনের মণিকোঠায় থাকা দুই কেন্দ্র নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। উল্টোদিকে, আমেঠিতে প্রার্থী ঘোষণা করলেও রায়বরেলি নিয়ে চুপ বিজেপিও। এই পরিস্থিতিতে হাইকমান্ডের নির্দেশে এই দুই হেভিওয়েট কেন্দ্রে সম্প্রতি সমীক্ষা করেন কানুগোলু। সেই সমীক্ষার যে রিপোর্ট তিনি জমা দিয়েছেন, শোনা যাচ্ছে, তাতে দাবি করা হয়েছে যে, এই দুই কেন্দ্র থেকে গান্ধী পরিবারের প্রার্থী হলে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা।
সোনিয়া গান্ধী রাজ্যসভা থেকে সংসদে গিয়ে ইতিমধ্যেই লোকসভার (Lok Sabha 2024) লড়াই থেকে সরে গিয়েছেন। আবার রবার্ট বঢরার ‘আবদার’-এ কংগ্রেস খুব একটা আমল দিচ্ছে, এমন খবরও নেই। কংগ্রেসের একটি অংশ চেয়েছিল পিলিভিট থেকে টিকিট না পাওয়া বিজেপি নেতা বরুণ গান্ধীকে কংগ্রেসে যোগদান করিয়ে পারিবারিক কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী করা। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, বিজেপিই বরুণকে রায়বরেলি থেকে প্রার্থী করে দিতে পারে। যদিও বরুণকে সমানে সমানে টক্কর দিচ্ছেন রায়বরেলি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস ও বর্তমানে বিজেপির বিধায়ক অদিতি সিং। তাঁর বাবাও দীর্ঘদিন ছিলেন রায়বরেলির বিধায়ক।
কংগ্রেসের একটি সুত্রের খবর, ওয়ানাড়ের পাশাপাশি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রায় রাজি হয়ে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হয়ে গেলেই আমেঠির দিকে মনোনিবেশ করবেন তিনি। ২৭ এপ্রিল আমেঠিতে জনসভা করার কথা রাহুলের। তার আগেই আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়ে যেতে পারে। অন্যদিকে, প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) দলের অভ্যন্তরে বলেছেন একই পরিবারের একাধিক সদস্যকে টিকিট দেওয়া উচিত নয়। যদিও রায়বরেলি ও উত্তরপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব সম্প্রতি প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব পাস করিয়েছেন। বারবার নিচু তলা থেকে অনুরোধ আসায় প্রিয়াঙ্কাও কিছুটা নরম হয়েছেন বলেই দাবি কংগ্রেসের অন্দরে।
রবিবার কংগ্রেস সদর দফতরে ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। এখনও পর্যন্ত প্রায় ২৮০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিহার ও পাঞ্জাবের কিছু আসন, হরিয়ানা এবং উত্তপ্রদেশের দুই হেভিওয়েট কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা এখনও বাকি। এদিনের বৈঠকে কংগ্রেস নির্বাচন কমিটি বাকি আসনগুলির প্রার্থীর নাম ঘোষণা করার দায়িত্ব সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর উপর ছেড়ে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.