প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শুরু হয়ে দুই দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু গান্ধী পরিবারের ‘গড়’ আমেঠি আর রায়বরেলি কেন্দ্রে এখনও প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। তা নিয়ে কর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। তবে শেষ পর্যন্ত হাত শিবিরের তরফে জানানো হল, আর দেরি নয়। ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস।
মঙ্গলবার কংগ্রেস এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করলেও তাতে এই দুই হেভিওয়েট কেন্দ্রের নাম ছিল না। সেই নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা যায় কর্মীদের মধ্যে। আমেঠিতে (Amethi) দলীয় দপ্তরের বাইরে রীতিমতো বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা। স্লোগান দেন, ‘আমেঠি মাঙ্গে গান্ধী পরিবার’। উল্লেখ্য, আগামী ২০ মে পঞ্চম দফার ভোট। ওইদিনই ভোটগ্রহণ রায়বরেলি (Raebareli) ও আমেঠি কেন্দ্রে। মনোনয়ন জমা দেওয়ার আর চারদিন বাকি। কিন্তু কংগ্রেস প্রার্থীর নাম এখনও কেন ঘোষণা করা হল না, সেই নিয়ে নানা মহলে নানা জল্পনা শুরু হয়।
ইতিমধ্যেই আমেঠি থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। নিজের জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। এহেন পরিস্থিতিতে নেতৃত্বের উপরে ভরসা হারিয়ে ফেলছেন কংগ্রেসের (Congress) তৃণমূল স্তরের কর্মীরা। নির্বাচনের মাত্র ২০ দিন আগেও প্রার্থীর নাম জানতে না পেরে তাঁরা ক্ষুব্ধ। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগেই কি বিজেপির কাছে হার মানছে কংগ্রেস? সেই জন্যই কি একেবারে শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করবে দল?
এহেন পরিস্থিতিতে কর্মীদের চাপের মুখে পড়ে দুই আসন নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে কার্যত বাধ্য হল কংগ্রেস। বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “কেউ ভয় পায়নি। কেউ ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছে না। সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দুই কেন্দ্রে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। ২৪ ঘণ্টার মধ্যেই আমেঠি ও রায়বরেলিতে প্রার্থী দেবে কংগ্রেস।” তবে শোনা যাচ্ছে, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী কেউই এই দুই কেন্দ্রে লড়তে আগ্রহী নন। ফলে কংগ্রেস কর্মীদের ‘আমেঠি মাঙ্গে গান্ধী পরিবার’ দাবি পূরণ হবে না বলেই অনুমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.