সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দায়িত্ব নিয়েই রীতিমতো সক্রিয় প্রিয়াঙ্কা গান্ধী। প্রথম দিন রোড শো, দ্বিতীয় দিন ১৬ ঘণ্টার ম্যারাথন বৈঠকের তৃতীয় দিনই বড়সড় ঘোষণা। স্থানীয় ওবিসি-প্রধান দল ‘মহান দলে’র সঙ্গে জোট করে লোকসভায় লড়বে কংগ্রেস। সপা-বসপা মহাজোট থেকে বাদ পড়ার পর রাহুল গান্ধী আগেই ঘোষণা করেছিলেন, যোগীর রাজ্যে ৮০ টি আসনেই লড়বে কংগ্রেস। তবে, সমমনোভাবাপন্ন ছোট দলগুলি জোটে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। কিন্তু, প্রিয়াঙ্কা দায়িত্ব নেওয়ার পর কংগ্রেস ইস্যুতে অনেকটাই নরম সপা-বসপা। তাদের তরফ থেকে নতুন করে জোটের প্রস্তাব আসতে পারে বলেও সূত্রের খবর। তবে, সেই প্রস্তাব যে কংগ্রেস গ্রহণ করছে না, এদিন তেমনটাই ইঙ্গিত মিলল। উত্তর উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে প্রথম লখনউ সফরেই স্থানীয় দল মহান দলের সঙ্গে জোটের কথা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
দায়িত্ব নিয়ে প্রথম রোড শোতেই বেশ সাড়া জাগিয়েছিলেন কংগ্রেসের নব নির্বাচিত সাধারণ সম্পাদক। লখনউতে তাঁর রোড শো তে ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়দিন টানা ১৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন দলীয় কর্মীদের সঙ্গে। রাতভর বৈঠক চলে লখনউয়ের কংগ্রেস দপ্তরে। তৃতীয় দিনই প্রিয়াঙ্কা ঘোষণা করলেন, স্থানীয় ওবিসি-নির্ভর মহান দলের সঙ্গে জোট করে লড়বে কংগ্রেস। মহান দলের নেতা কেশব দেব মৌর্যর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন প্রিয়াঙ্কা। মৌর্যর দল মূলত ওবিসি ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। উত্তরপ্রদেশের বেশ কিছু আসনে, এই দলটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। এতে কংগ্রেসের আখেরে উপকার হবে বলেই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
ছোট রাজনৈতিক দলের সঙ্গে এই জোটের ঘোষণা অন্য আরেক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছোট দলগুলির সঙ্গে জোট গড়ার চেষ্টা করে কংগ্রেস একলা চলারই ইঙ্গিত দিচ্ছে। প্রিয়াঙ্কার রোড শোর পর শোনা গিয়েছিল সপা-বসপা নতুন করে কংগ্রেসকে জোটের প্রস্তাব দিতে পারে। কিন্তু প্রিয়াঙ্কার নেতৃত্বে আত্মবিশ্বাসী কংগ্রেস সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.