Advertisement
Advertisement

Breaking News

ভোটের আগে বাজেট পেশ নয়, নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস-তৃণমূল

নোট বাতিলের পর বাজেট পেশের ইস্যুতেও কাছাকাছি দুই দল?

Congress-TMC approaches EC seeking budget postponement
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 12:54 pm
  • Updated:January 5, 2017 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে যেন বাজেট পেশ করতে দেওয়া না হয়৷ কারণ বাজেট পেশ করে ভোটারদের প্রভাবিত করার ও ভোটের ফল নিজেদের অনুকূলে আনার প্রবল চেষ্টা করবে শাসক দল বিজেপি৷ এই মর্মে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাল বিরোধী দলগুলি৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের দফতরে যান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ ডিএমকে, জেডিইউ, আরএলডি নেতারা৷

নির্বাচন কমিশন পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই এই আবেদন জানায় বিরোধী দলগুলি৷ যদিও বিজেপি এর তীব্র বিরোধিতা করে জানিয়েছে, বাজেট পেশ একটি প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়া৷ এর সঙ্গে দেশ ও নাগরিকদের আর্থিক ভবিষ্যতের প্রশ্নগুলি জড়িয়ে রয়েছে৷ অথচ বিরোধীরা নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাজেটকেও ভোটের রাজনীতির সঙ্গে জড়িয়ে দিচ্ছে৷ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে বাজেটের কোনও যোগ নেই৷ থাকা উচিতও নয়৷ এমনটাই মত বিজেপি শিবিরের৷ কিন্তু মায়াবতী, কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য, ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে ও গোয়ায় ভোট৷ উত্তরপ্রদেশে সাত দফা ভোটপ্রক্রিয়ার মধ্যে প্রথম দফা শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি৷ এবার আলাদা করে রেল বাজেট পেশ হচ্ছে না৷ কেন্দ্রীয় বাজেটের মধ্যেই থাকছে রেল বাজেট৷ কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে ১ ফেব্রূয়ারি৷ বিরোধীদের দাবি, ভোট প্রক্রিয়া শুরুর আগে ভোটমুখী বাজেট পেশ করে ভোটের হাওয়া নিজের অনুকূলে টানার মরিয়া চেষ্টা চালাবে কেন্দ্রের শাসক দল৷ জনমানসে প্রভাব ফেলতে পাঁচ রাজ্যের জন্য জনমোহিনী প্যাকেজও ঘোষণা করতে পারে সরকার৷ তাই ভোটের আগে বাজেট পেশ করা যাবে না৷ মুখ্য নির্বাচন কমিশনার নাসমি জাইদি স্পষ্ট জানিয়েছেন, ভোটের আগে বাজেট পেশ করতে না দেওয়ার যে আর্জি বিরোধীরা জানিয়েছেন, নির্বাচন কমিশন তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement