সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে এখনই কোনওরকম উচ্চবাচ্য নয়। মুখে কুলুপ আঁটার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর তাতেই রাজনৈতিক মহলে নয়া জল্পনার সূত্রপাত।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জল্পনা উসকে দেওয়ার পর বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। কেন্দ্র সবার সঙ্গে আলোচনা করা এক দেশ-এক আইন লাগু করার চেষ্টা করলে পাশে থাকার আশ্বাস দিয়েছে আম আদমি পার্টি, শিব সেনার মতো দল। আবার অকালি দল, এনপিপির (NPP) মতো বিজেপির জোটসঙ্গী এর বিরোধিতা করেছেন। বিরোধীদের মধ্যে তৃণমূল, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি অভিন্ন দেওয়ানি বিধির স্পষ্ট বিরোধিতা করেছে। কংগ্রেস নেতারাও এতদিন বিক্ষিপ্তভাবে কেন্দ্রের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতাই করেছেন। কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে কংগ্রেসের কোনও শীর্ষ নেতা UCC নিয়ে মুখ খোলেননি।
সূত্রের খবর, কংগ্রেস (Congress) শীর্ষ নেতৃত্ব আপাতত এ নিয়ে কোনও বিতর্কে যেতেই চাইছে না। কংগ্রেস মনে করছে, ৪ রাজ্যের ভোটের আগে যত এ নিয়ে আলোচনা হবে, যত জলঘোলা হবে, ততই বিজেপির লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত এ নিয়ে মুখে কুলুপ আঁটায় শ্রেয়। মল্লিকার্জুন খাড়গেরা মনে করছেন, যতদিন না দেওয়ানি বিধির খসড়া হাতে আসছে ততদিন নীরব থাকাই শ্রেয়। খসড়া হাতে পেলে তারপর ভেবে চিন্তে অবস্থান নেওয়া যাবে।
আপাতত ৩ জুলাই আইন কমিশনের (Law Commission) সদস্যদের তলব করেছে সংসদীয় কমিটি। সেই কমিটিতে কংগ্রেসের যে সদস্যরা আছেন, তাঁদের এখনও সরকার কোনও খসড়ার কথা বলেনি। এমনকী ২২তম আইন কমিশনের কোনও রিপোর্টও তাঁদের হাতে দেওয়া হয়নি। তাঁদের শুধু ২১তম আইন কমিশনের রিপোর্ট দেখানো হয়েছে। যাতে আবার বলা আছে, এখনই অভিন্ন দেওয়ানি বিধি কাম্য নয়। সুতরাং, এ নিয়ে সরকার কতটা এগিয়েছে, সেটা নিয়েও সন্দিহান কংগ্রেস। ফলে আপাতত নীরব থাকাটাই শ্রেয় বলে মনে করছে হাত শিবির। কিন্তু তাতে আবার বিরোধী শিবিরে সংশয় তৈরি হতে পারে, কংগ্রেসের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর প্রচারও হতে পারে, মত রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.