Advertisement
Advertisement
Sharad Pawar

‘অন্য দলের সঙ্গে আলোচনার সময়ই ক্ষমতা দেখায় কংগ্রেস’, ‘দাদাগিরি’ নিয়ে প্রশ্ন শরদ পওয়ারের

কংগ্রেসের মানসিকতা নিয়ে প্রশ্ন শরদ পওয়ারের।

Congress suddenly remembers its stature as a national party when it is dealing with other parties, Says Sharad Pawar | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 4, 2023 11:46 am
  • Updated:May 4, 2023 11:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সুরে এবার কংগ্রেসের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুললেন শরদ পওয়ার। প্রবীণ এনসিপি নেতা সদ্যই নিজের আত্মজীবনীর দ্বিতীয় অংশ প্রকাশ করেছেন। তাতে কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন পওয়ার। তাঁর বক্তব্য, কংগ্রেস শুধুই নিজেদের ক্ষমতা দেখায় অন্য বিরোধী দলের সঙ্গে জোট নিয়ে কথা বলার সময়। ওই সময় হঠাৎ ওদের মনে পড়ে যে ওরা জাতীয় দল। গোটা দেশে ওদের শক্তি আছে।

সদ্যই প্রকাশিত হয়েছে পওয়ারের আত্মজীবনীর দ্বিতীয় অংশ। যাতে ২০১৫ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। আত্মজীবনীতে এনসিপির শীর্ষ নেতা বলছেন, “কোনও সন্দেহ নেই যে বিরোধী ঐক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেস। কিন্তু যখন অন্য দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গে আসে, বা অন্য দলকে সম্মান দেওয়ার প্রসঙ্গ আসে, তখনই কংগ্রেসের মনে পড়ে ওরা জাতীয় দল। গোটা দেশে ওদের শক্তি আছে।”

Advertisement

[আরও পড়়ুন: দিল্লিতে নালিশের শাস্তি? রাজ্য বিজেপির মহিলা সভানেত্রীর পদ খোয়ালেন দিলীপ ঘনিষ্ঠ]

পওয়ার সরাসরি বলে দিচ্ছেন, অন্য বিরোধীদের সঙ্গে আলোচনার সময় কংগ্রেস অনেক ক্ষেত্রে উদ্ধত আচরণ করে। এমনকী মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি জোট গঠনের সময়ও এই ধরনের মানসিকতা দেখিয়েছিল কংগ্রেস। সেকারণেই জোট গঠনে সমস্যা হয়েছে। শরদ পওয়ার স্মরণ করিয়ে দিয়েছেন, কংগ্রেসের এই আচরণ তাঁর ধৈর্যের পরীক্ষা নিয়েছিল। এমনকী, কংগ্রেসের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলেও একসময় ঠিক করে নিয়েছিলেন এনসিপি নেতা। এমনকী ২০১৯-এ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে হেরো পার্টির মানসিকতা নিয়ে লড়েছিল কংগ্রেস। সেই অভিযোগও করেছেন শরদ পওয়ার। বস্তুত কংগ্রেসের সার্বিক মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন পওয়ার।

[আরও পড়়ুন: আইপিএলের জাল টিকিট বানিয়ে চড়া দামে বিক্রি, নদিয়া থেকে গ্রেপ্তার চক্রের ‘চাঁই’ তৃণমূল নেতা]

প্রসঙ্গত, এরাজ্যের বিধানসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপি বিরোধী মহাজোট তৈরির উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতা। কিন্তু সেই উদ্যোগ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে নেতৃত্বের প্রশ্নে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের অনড় মনোভাবই বিরোধী শিবিরের ঐক্যের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে বিজেপি বিরোধী দলগুলিকে অকংগ্রেসি-অবিজেপি বিকল্পের কথা ভাবতে হচ্ছে। পওয়ারের কথাতেও সেই একই ইঙ্গিত মিলল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement