ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সন্দেশখালি কাণ্ডে এবার তৃণমূলের পাশে কংগ্রেস। ঘাসফুল শিবিরের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তাদের খোঁচা, সন্দেশখালির অভিযোগকারীরা এবার বিজেপির মুখোশ খুলে দিচ্ছে। এটা নিয়ে আলোচনা হবে তো? কংগ্রেস নয়, দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, ইউটিউবার ধ্রুব রাঠিরাও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। নাম না করে বিজেপিকে খোঁচা দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও।
নির্বাচনী আবহে ফের শিরোনামে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। চলতি বছরের শুরু থেকেই উত্তপ্ত এই বিচ্ছিন্ন দ্বীপ। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার জল গড়ায় অনেক দূর। অশান্তির আবহে অভিযোগ উঠে আসে, সন্দেশখালিতে একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। জমি কেড়েছে এলাকার বেতাজ বাদশা-রা। সেই অভিযোগের প্রেক্ষিতে গুচ্ছ-গুচ্ছ মামলা হয়েছে। শুরু হয়েছে সিবিআই তদন্ত। জাতীয় মহিলা কমিশনও পদক্ষেপ করেছে। ভোটের বাজারে এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে চাপে ফেলার চেষ্টা করছিল বিজেপি। কিন্তু একের পর এক ‘স্টিং’ ভিডিও সামনে আসায় কার্যত চাপে গেরুয়া শিবির।
অভিযোগকারীরাই এবার দাবি করছেন, তাঁদের ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল বিজেপি। শুধু তাই নয়, টাকার বিনিময়ে ভুয়ো অভিযোগ করানো হয়েছিল। এর পরই বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র এক্স হ্যান্ডেলে পবন খেরা লেখেন, “সন্দেশখালিতে তৃণমূলের ভূমিকা নিয়ে তো প্রচুর বিতর্কসভা বসেছে! এবার অভিযোগকারীরা বিজেপির মুখোশ খুলে দিচ্ছে। এটা নিয়ে আলোচনা হবে তো?”
There were hundreds of debates on the direction of the ruling party on #Sandeshkhali. Now that the complainant has exposed the role of the BJP, will this be debated too? https://t.co/oSdEqJbJ6k
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) May 9, 2024
দক্ষিণী অভিনেতা তথা বিজেপির ঘোর সমালোচক প্রকাশ রাজও কংগ্রেসকে তোপ দেগেছে। এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভোটে জিততে এসব জমিদারদের দল কত নিচে নামতে পারে! ছিঃ ছিঃ।” কটাক্ষ করেছেন ইউটিউবার ধ্রুব রাঠিও। তাঁর কথায়, “একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা মুখ থুবড়ে পড়ছে।” সবমিলিয়ে নির্বাচনের মাঝে সন্দেশখালি ইস্যু বিজেপির কাছে ব্যুমেরাং হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.