Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মণিপুর কবে যাচ্ছেন? মোদির ইউক্রেন সফরের খবর ঘিরে তোপ কংগ্রেসের

আগামী মাসেই ইউক্রেন যেতে পারেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের।

Congress slams PM Modi on reports of his visit to Ukraine

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2024 8:42 pm
  • Updated:July 28, 2024 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খবর প্রকাশ্যে আসতেই সম্ভাব্য বিদেশ সফর ঘিরে তোপ দেগেছে কংগ্রেস। হাত শিবিরের কথায়, মণিপুরের থেকেও ইউক্রেন কি বেশি গুরুত্বপূর্ণ? উল্লেখ্য, শনিবারই মোদির সঙ্গে দুটি বৈঠকে হাজির ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তার পরেই মণিপুরকে নিশানা করে মোদির ইউক্রেন সফরকে বিঁধেছে কংগ্রেস।

সূত্রের খবর, আগামী মাসেই ইউক্রেন (Ukraine) যাচ্ছেন মোদি। বিদেশমন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর। পাশাপাশি, দ্রুত যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে দূতের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: পথে বড্ড কাদা, জলমগ্ন এলাকা পরিদর্শনে সরকারি কর্মীর পিঠে চাপলেন বিজেপি নেতা!

তাৎপর্যপূর্ণ ভাবে, গত জুন মাসে ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায় দুই রাষ্ট্রপ্রধানকে। বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে সেতুর কাজ করতে পারেন মোদি (Narendra Modi)। কারণ, আমেরিকা এবং পশ্চিমের শান্তি আলোচনাগুলোতে মস্কো আমন্ত্রিত ছিল না। থাকলেও পুতিন তা মেনে নিতেন না। ফলে, দৌত্যের জন্য স্বাভাবিকভাবেই দিল্লি মস্কোর পছন্দ। কিয়েভের সে কথা অজানা নয়।

এই সফরের খবর প্রকাশ্যে আসতেই মোদিকে তোপ দেগেছে কংগ্রেস (Congress)। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিনে দুটি বৈঠকে হাজির ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তাই মণিপুরের মানুষ জানতে চায়, মুখ্যমন্ত্রী কি রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে একবারও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেছেন? ইউক্রেন যাত্রার আগে বা পরে প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার কথা বলেছেন?” উল্লেখ্য, গত বছর থেকে অগ্নিগর্ভ হয়ে থাকা মণিপুরে একবারও যাননি মোদি। সেই নিয়ে একাধিকবার কংগ্রেসের তোপের মুখেও পড়েছেন তিনি। এবার ইউক্রেন সফরের খবর আসতেও ফের মোদিকে তোপ হাত শিবিরের।

[আরও পড়ুন: অবশেষে রাজনীতির ময়দানে, গান্ধীজয়ন্তীতে নয়া দল ঘোষণা প্রশান্ত কিশোরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement