Advertisement
Advertisement
Congress

মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এমএসপি নিয়ে ঘোষণা কই? বিজেপির ‘ঘোষণাপত্র’কে ‘জুমলাপত্র’ বলল কংগ্রেস

রবিবার ২০২৪ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি।

Congress slams BJP's poll manifesto

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2024 2:43 pm
  • Updated:April 14, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ২০২৪ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের ‘সংকল্পপত্রে’র শীর্ষকই এবার দেওয়া হয়েছে ‘মোদি কি গ্যারান্টি।’ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর দাবি, মোদি সরকার যখন যা প্রতিশ্রুতি দেয় ইস্তেহারে তা পালন করেন। এদিকে এই ইস্তেহার নিয়ে বিজেপিকে খোঁচা কংগ্রেসের (Congress)। বিজেপির ‘ঘোষণাপত্র’কে ‘জুমলাপত্র’ বলে কটাক্ষ হাত শিবিরের।

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বিজেপিকে খোঁচা মেরে বলছেন, ”বিজেপির ১ ঘণ্টা ৪০ মিনিটের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের থেকে কোনও প্রশ্নই নেওয়া হয়নি। এটা ‘ঘোষণাপত্র’ নয়, এটা ‘জুমলাপত্র’। ২০২৩ সালের ডিসেম্বরে কংগ্রেস তাদের নির্বাচন কমিটি গঠন করেছিল। ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা শেষ হওয়ার পরে এবং মানুষের সঙ্গে সাক্ষাতের পরই তাদের ‘ন্যায়পত্র’ প্রকাশ করেছিল। বিজেপির ইস্তেহার তৈরি করা হয়েছে ১৩ দিনের মধ্যে। ৩০ মার্চ কমিটি তৈরি করা হয়েছিল।”

Advertisement

[আরও পড়ুন: স্লিপার সেল, রাঁচিতেও আইএস মডিউলের হদিশ! কাঁথিতে ধৃত জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য]

বিজেপির ইস্তেহারকে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধীও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিজেপির ইস্তেহার ও নরেন্দ্র মোদির ভাষণে দুটি শব্দ অনুপস্থিত- মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিজেপি আলোচনাও করতে চায় না। ইন্ডিয়া জোটের পরিকল্পনা পরিষ্কার। প্রতিটি শিক্ষিত যুবকে চাকরি দেওয়া। তাঁদের জন্য ৩০ লক্ষ পদে নিয়োগ ও ১ লক্ষ স্থায়ী পদ সৃষ্টি করা। এবার আর যুব সম্প্রদায় মোদির দিকে ঝুঁকতে রাজি নয়। এবার তারা কংগ্রেসের হাত মজবুত করবে দেশের কর্মক্ষেত্রে বিপ্লব আনবে।’ কেন কৃষকদের এমএসপি নিয়ে কোনও কথা বিজেপির ইস্তেহারে নেই, সেপ্রশ্নও তুলেছে কংগ্রেস।

[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement