ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ২০২৪ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের ‘সংকল্পপত্রে’র শীর্ষকই এবার দেওয়া হয়েছে ‘মোদি কি গ্যারান্টি।’ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর দাবি, মোদি সরকার যখন যা প্রতিশ্রুতি দেয় ইস্তেহারে তা পালন করেন। এদিকে এই ইস্তেহার নিয়ে বিজেপিকে খোঁচা কংগ্রেসের (Congress)। বিজেপির ‘ঘোষণাপত্র’কে ‘জুমলাপত্র’ বলে কটাক্ষ হাত শিবিরের।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বিজেপিকে খোঁচা মেরে বলছেন, ”বিজেপির ১ ঘণ্টা ৪০ মিনিটের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের থেকে কোনও প্রশ্নই নেওয়া হয়নি। এটা ‘ঘোষণাপত্র’ নয়, এটা ‘জুমলাপত্র’। ২০২৩ সালের ডিসেম্বরে কংগ্রেস তাদের নির্বাচন কমিটি গঠন করেছিল। ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা শেষ হওয়ার পরে এবং মানুষের সঙ্গে সাক্ষাতের পরই তাদের ‘ন্যায়পত্র’ প্রকাশ করেছিল। বিজেপির ইস্তেহার তৈরি করা হয়েছে ১৩ দিনের মধ্যে। ৩০ মার্চ কমিটি তৈরি করা হয়েছিল।”
भाजपा के मेनिफेस्टो और नरेंद्र मोदी के भाषण से दो शब्द गायब हैं – महंगाई और बेरोज़गारी।
लोगों के जीवन से जुड़े सबसे अहम मुद्दों पर भाजपा चर्चा तक नहीं करना चाहती।
INDIA का प्लान बिलकुल स्पष्ट है – 30 लाख पदों पर भर्ती और हर शिक्षित युवा को 1 लाख की पक्की नौकरी।
युवा इस बार… pic.twitter.com/l9KTrrVWbO
— Rahul Gandhi (@RahulGandhi) April 14, 2024
বিজেপির ইস্তেহারকে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধীও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিজেপির ইস্তেহার ও নরেন্দ্র মোদির ভাষণে দুটি শব্দ অনুপস্থিত- মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিজেপি আলোচনাও করতে চায় না। ইন্ডিয়া জোটের পরিকল্পনা পরিষ্কার। প্রতিটি শিক্ষিত যুবকে চাকরি দেওয়া। তাঁদের জন্য ৩০ লক্ষ পদে নিয়োগ ও ১ লক্ষ স্থায়ী পদ সৃষ্টি করা। এবার আর যুব সম্প্রদায় মোদির দিকে ঝুঁকতে রাজি নয়। এবার তারা কংগ্রেসের হাত মজবুত করবে দেশের কর্মক্ষেত্রে বিপ্লব আনবে।’ কেন কৃষকদের এমএসপি নিয়ে কোনও কথা বিজেপির ইস্তেহারে নেই, সেপ্রশ্নও তুলেছে কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.