Advertisement
Advertisement

Breaking News

গাছ

বিকাশের বলি! উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছরে ১ কোটি গাছ কাটার অনুমতি কেন্দ্রের

সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে গত বছরই।

Congress slams BJP over centre's move to axe 1 crore trees
Published by: Subhajit Mandal
  • Posted:July 28, 2019 3:08 pm
  • Updated:July 28, 2019 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে বিকাশের গুঁতো। গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য গোটা দেশে ১ কোটিরও বেশি গাছ কাটার অনুমতি দিয়েছে কেন্দ্র। সংসদে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই পাঁচ বছরে ১ কোটি ৯ লক্ষ গাছ কাটার অনুমতি দিয়েছে পরিবেশ মন্ত্রক। ফলে, পাঁচ বছরে কী উন্নয়ন হয়েছে, তা নিয়ে প্রশ্ন থাকলেও, উন্নয়নের গুঁতোতে পরিবেশের যে সমুহ ক্ষতি হয়েছে সেকথা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: কর্ণাটকে নতুন নাটক, ১৪ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করলেন স্পিকার]

লোকসভায় গাছ কাটা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবুল সুপ্রিয় জানান, “বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজের জন্য গাছ কাটা হয়েছে। সরকার বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদের প্রয়োজন মতো ১ কোটি ৯ লক্ষ গাছ কাটার অনুমতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে ২০১৮-১৯ সালেই। তবে, বনে বা জঙ্গলে আগুন লাগার কারণে যে কত গাছের ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনও হিসেব নেই।” মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ বর্ষে ২৩.৩ লক্ষ গাছ কাটা হয়েছে, ২০১৫-১৬ বর্ষে ১৬.৯ লক্ষ গাছ কাটা হয়েছে। ২০১৬-১৭ বর্ষে ১৭.০১ লক্ষ এবং ২০১৭-১৮ বর্ষে প্রায় ২৫.৫ লক্ষ গাছ কাটা হয়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেসও। সরকারকে ঘুরিয়ে পরিবেশ বিরোধী বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

Advertisement

[আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে মোদিকে খোলা চিঠির জের, দেশদ্রোহিতার মামলা অপর্ণা-সৌমিত্রদের বিরুদ্ধে]

দেশের একপ্রান্তে খরার প্রকোপ। অন্যপ্রান্ত বন্যার জেরে বহু মানুষের প্রাণসংশয়। একদিকে, জলের অভাবে মাইলের পর মাইল ছুটছেন বাসিন্দারা। অন্যদিকে জলের তোড়ে ভেসে যাচ্ছে শ’য়ে শ’য়ে বাড়ি। মুম্বই এবং চেন্নাই দুই শহরের এই ছবি। কিন্তু, কেন এমন হচ্ছে? প্রশাসনের তরফে তো উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি করা হচ্ছে। আসলে, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞান বলে, বন্য বা খরার মতো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বৃক্ষচ্ছেদন। গাছের পরিমাণ কমে যাওয়ার ফলেই আজ ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর। গত পাঁচ বছরে যেভাবে বৃক্ষচ্ছেদন হয়েছে, তাতে এর দায় কিছুটা হলেও সরকারের উপর বর্তায়। যদিও সরকারের দাবি, যা গাছ কাটা হচ্ছে তাঁর দ্বিগুণ নতুন গাছ বসানোরও পরিকল্পনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement