ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় তরুণদের ‘মৃতকাল’ উপস্থিত। তাই কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে হচ্ছে ভারতীয়দের। বিজেপিকে তোপ দেগে এই কথা বললেন কংগ্রেস (Congress) নেতা কানহাইয়া কুমার। উল্লেখ্য, ভালো কাজের সন্ধানে রাশিয়ায় (Russia) গিয়ে এখনও আটকে রয়েছেন ২০ জনেরও বেশি ভারতীয়।
কয়েকদিন আগে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি জানিয়েছিলেন তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে নির্মাণশ্রমিকের চাকরির ‘টোপ’ দিয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। কিন্তু সেদেশে পৌঁছতেই সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। যুদ্ধে এক ভারতীয়ের মৃত্যুরও খবর মেলে। তার পরেই গোটা ঘটনার প্রেক্ষিতে বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। বলা হয়, “আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন।”
খবর পেয়েই রাশিয়া থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নেয় বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “আপাতত জানতে পেরেছি অন্তত ২০ জন ভারতীয় এখনও রাশিয়াতে আটকে রয়েছেন। নিজেদের সেরাটা দিয়ে তাঁদের দ্রুত বের করে আনার চেষ্টা চলছে।” তবে আটকে থাকা ভারতীয়দের কতদিনের মধ্যে দেশে ফেরানো যেতে পারে সেই নিয়ে কিছু বলেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র।
এহেন পরিস্থিতিতে দেশের বেকারত্বে প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতা কানহাইয়া কুমার বলেন, “দেশের হয়ে লড়াই করলে শহিদের মর্যাদা পাওয়া যায়। কিন্তু ভারতীয়দের কেন অন্য দেশের হয়ে লড়তে হবে? আসলে গত দশ বছরে দেশের বেকারত্ব দ্বিগুণ হয়েছে। রাশিয়ায় গিয়ে ভারতীয়রা আটকে রয়েছেন কারণ দেশের মৃতকাল এসে গিয়েছে। মোদি যদি প্রতিবছর ২ কোটি চাকরি দিতেন তাহলে তো যুবসমাজের এই অবস্থা হতো না।” দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, মত কানহাইয়ার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.