Advertisement
Advertisement
Congress

রামমন্দিরে না গিয়ে ‘পাপ’ করেছে কংগ্রেস! বিজেপিতে গিয়েই বিস্ফোরক সদ্যপ্রাক্তন মুখপাত্র

কংগ্রেস 'দিশাহীন', এমন তোপও দাগলেন গৌরব।

Congress skipping Ram Mandir event was 'sin': Gourav Vallabh

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:April 4, 2024 7:40 pm
  • Updated:April 4, 2024 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। বৃহস্পতিবার ‘হাত’ ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েই শতাব্দীপ্রাচীন দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন গৌরব বল্লভ। কংগ্রেস (Congress) ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কেবল বিজেপিতে (BJP) যোগ দেওয়াই নয়, গৌরব জানিয়ে দিলেন, রামমন্দির (Ram Mandir) উদ্বোধনে না গিয়ে পাপ করেছে তাঁর সদ্য ছেড়ে আসা দল!

লোকসভা নির্বাচনের মুখে দলবদলের ঘটনা নিয়মিতই দেখা যাচ্ছে। সেই তালিকারই নয়া নাম গৌরব (Gourav Vallabh)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এদিন তিনি অভিযোগ তুলে জানিয়েছেন, কংগ্রেসের জোটসঙ্গীরা যখন সনাতন ধর্মকে আক্রমণ করছিল তখন তাঁর দল কোনও মন্তব্যই করেনি। কেবল তাই নয়, রামমন্দিরের উদ্বোধনে না গিয়ে ‘পাপ’ করেছে কংগ্রেস। যে অভিযোগ তুলে গৌরবের তোপ, এই পাপে ফলও কংগ্রেস পাবে।
নিজের এক্স হ্যান্ডলেও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। নিজের ইস্তফাপত্রটি শেয়ার করেছেন গৌরব। আর সেই সঙ্গেই লিখেছেন, ‘কংগ্রেস আজ যেভাবে দিশাহীন হয়ে এগতে চাইছে তার ভিতরে নিজেকে খুঁজে পাচ্ছি না। না আমি সনাতন বিরোধী স্লোগান দিতে পারি। আর না আমি দিন-রাত দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি। সেই জন্যই আমি কংগ্রেসের সব পদ ও দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিচ্ছি।’

Advertisement

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

তবে নিজের ইস্তফাপত্রে অভিমানের পাশাপাশি দুঃখও প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, ‘আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। হৃদয় ভারাক্রান্ত। অনেক কথাই লিখতে, প্রকাশ করতে ইচ্ছে করছে। কিন্তু আমার নীতি আমাকে তেমন কিছু করতে নিরস্ত করছে, কেননা তাতে অন্যদের ক্ষতি হতে পারে। তবু আপনাকে এই কথাগুলো লিখছি, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্যকে লুকিয়ে রাখা একটা অপরাধ।’

২০২৩ সালের রাজস্থানে বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন গৌরব। কিন্তু ৩২ হাজার ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হন তিনি। এর আগে ২০১৯ সালে ঝাড়খণ্ডের জামশেদপুর পূর্ব থেকেও তিনি ভোটে লড়েন। কিন্তু মাত্র ১৮ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান পান। এবার বিজেপিতে গিয়ে তিনি ভোটে দাঁড়ান কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement