Advertisement
Advertisement
PM Narendra Modi

‘ওদের বন্ধু পাকিস্তানের কথা তো শুনুক কংগ্রেস’, এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় তোপ মোদির

'দেশের নিরাপত্তাবাহিনীকে নিয়ে কংগ্রেসের অদ্ভুত এক বিদ্বেষ রয়েছে', তোপ মোদির।

Congress should listen to its friend Pakistan PM Narendra Modi attack opposition

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 13, 2024 4:05 pm
  • Updated:May 13, 2024 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে বায়ুসেনার (Air Force) এয়ার স্ট্রাইক (Air Strike) নিয়ে ফের প্রশ্ন তুলেছে কংগ্রেস। এই ইস্যুতে এবার কড়া সুরে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক সাক্ষাৎকারে কংগ্রেসকে তোপ দেগে তাঁর মন্তব্য, ‘আমাদের কথা বিশ্বাস করছেন না ঠিক আছে। কিন্তু আপনাদের বন্ধু পাকিস্তানের কথা তো বিশ্বাস করবেন।’

সম্প্রতি, কংগ্রেসের বরিষ্ঠ নেতা মণিশংকর আইয়ারের একটি মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তাঁকে বলতে শোনা যায়, পাকিস্তান (Pakistan) পরমাণু শক্তিধর দেশ। ফলে তাঁকে সম্মান করা উচিত। শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার বালাকোট এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কংগ্রেস নেতৃত্বের একের পর এক মন্তব্য জাতীয় রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এহেন পরিস্থিতির মাঝেই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইস্যুতে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ”দেশের নিরাপত্তা বাহিনীগুলিকে নিয়ে কংগ্রেসের এই বিদ্বেষ নতুন কিছু নয়। আপনাদের মনে থাকবে একবার দেশের সেনা প্রধানকে ‘পাড়ার গুন্ডা’ বলে আক্রমণ করেছিল ওরা। যারা সেনার প্রতি এমন মন্তব্য করে তাদের থেকে কী আর আশা করা যায়?”

Advertisement

[আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে নিজেই করলেন রান্না, লঙ্গরখানায় খাবারও পরিবেশন মোদির]

এরপর কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যের পালটা তোপ দেগে মোদি বলেন, “পাকিস্তানও বলে না যে সেখানে এয়ার স্ট্রাইক হয়নি। পাকিস্তানের নেতারা তাঁদের সংসদে জানিয়েছিলেন, ভারত তাদের দেশে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক করছে। কিন্তু তারা চুপচাপ বসে রয়েছে। যদি কংগ্রেস দেশের নিরাপত্তাবাহিনীকে বিশ্বাস না করে তাহলে তো ওরা ওদের বন্ধু পাকিস্তানের কথা শুনতে পারে।” একই সঙ্গে চলতি নির্বাচনে এনডিএর আসন সংখ্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী জোট বলছে এনডিএ ৪০০ আসন পার করতে পারবে না। আমরা ৩৯৯ থেকে ৩৯৮ কিছু একটা পেতে পারি। ওদেরকে ওদের মতো করে হিসেব করতে দিন। দেশবাসীর উপর আমার ভরসা রয়েছে। আমরা এবার নিশ্চিতভাবে ৪০০ আসন পার করছি। 

[আরও পড়ুন: ‘আমরা হস্তক্ষেপ করব না’, কেজরির মুখ্যমন্ত্রী পদ কাড়ার দাবি খারিজ সুপ্রিম কোর্টে]

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে পুলওয়ামার ঘটনা নিয়ে প্রশ্ন তুলে রেবন্ত রেড্ডি বলেন, ”মোদির (PM Modi) কাছে সবটাই রাজনৈতিক। ভোটে জেতাটাই শেষ কথা। সময় এসেছে মোদি ও বিজেপির হাত থেকে দেশকে বাঁচানোর। যাই জিজ্ঞেস করুন ওরা বলবে ‘জয় শ্রীরাম’। পুলওয়ামা হামলা ওরা আটকাতে পারেনি। আমাদের গোয়েন্দা সূত্র কী করছিল? কেউ জানে না এয়ার স্ট্রাইক আদৌ হয়েছিল কি না।” সেই সঙ্গেই পুলওয়ামা হামলা প্রসঙ্গে মোদিকে কাঠগড়ায় তুলে তাঁর দাবি, ”মোদি পুলওয়ামা হামলার রাজনৈতিক ও নির্বাচনী সুবিধা নিয়েছেন। আমি ওঁর কাছে জানতে চাই, আপনি কী করছিলেন? এটা ঘটল কীভাবে? দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে মজবুত করতে তিনি কী করেছেন?”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement