সোমনাথ রায়, নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। রবিবার প্রকাশিত সংশোধিত তালিকায় ১৪ জন প্রার্থী নাম প্রকাশ করেছে রাহুল গান্ধীর দল। উল্লেখ্য, নয়া তালিকায় অন্ধেরি পশ্চিমের প্রার্থী হিসেবে শচীন সাওয়ান্তের বদলে অশোক যাদবের নাম জানানো হয়েছে।
এদিন সকালেও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে শচীন সাওয়ান্তকে। তিনি দাবি করেন, অন্ধেরি পশ্চিমে স্থানীয় নেতার টিকিট পাওয়া উচিত। যদিও তাতেও চিড়ে ভেজেনি। অন্ধেরি পশ্চিমের থেকে তাঁকে সরানো হয়েছে। অন্যদিকে ঘর গোছাতে পূর্ব ঔরঙ্গাবাদ আসনেও প্রার্থী বদল করেছে দলটি। সেখানে মধুকর কৃষ্ণারাও দেশমুখের বদলে লহু এইচ শিওয়ালেকে প্রার্থী করা হয়েছে নতুন তালিকায়।
২৬ অক্টোবর ১৬ জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ্যে এনেছিল কংগ্রেস। এর আগে দ্বিতীয় তালিকায় ২৩ জন প্রার্থীর নাম ছিল। উল্লেখ্য, শিবাজি মহারাজের মুলুকে এক দফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। একদিকে যখন শাসক জোট ‘মহাজুটি’ বিজেপি, শিবসেনা (একনাথ শিণ্ডে গোষ্ঠী) এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) দ্বিতীয়বার ক্ষমতায় আসতে মরিয়ে, অন্যদিকে ‘কাঁটে কা টক্কর’ দিতে তৈরি হচ্ছে কংগ্রেসও। এদিকে রবিবারই উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভায় উপনির্বাচনে প্রার্থীর নাম জানাল বিজেপি। সেখানে প্রার্থী হচ্ছেন আসা নৌটিয়াল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.