সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো যাত্রা শেষ হওয়ার আগেই যাত্রার নির্যাস মোদির বিরুদ্ধে চার্জশিট আকারে প্রকাশ করল কংগ্রেস (Congress)। হাত শিবিরের দাবি, বিজেপির ভ্রান্ত নীতির জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ সমস্যায়। তাঁদের সমস্যার কথাই তুলে ধরা হয়েছে তাঁদের এই দু’পাতার চার্জশিটে।
The so-called governance model of the Modi government benefits his businessman friends while keeping the public in the dark.
In 9 years, Indians have witnessed Jumlas, broken promises, escalating communal tension, record unemployment & zero accountability!
#HaathSeHaathJodo pic.twitter.com/1pai62g2bJ
— Congress (@INCIndia) January 21, 2023
হাত শিবির বলছে, বিজেপি (BJP) আসলে ভ্রষ্ট জনতা পার্টি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন, সেটা আসলে, ‘কুছ কা সাথ, খুদ কা বিশ্বাস, সবকে সাথ বিশ্বাসঘাত’। অর্থাৎ কিছু মানুষের সঙ্গ, নিজের বিশ্বাস এবং সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা। দু’পাতার চার্জশিটে বেকার সমস্যা, নোট বাতিল, জিএসটি (GST) থেকে শুরু করে মোদির আদানি-আম্বানি প্রীতি সবটাই তুলে ধরা হয়েছে।
কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রা চলাকালীন যে লাখ লাখ মানুষ রাহুলের সঙ্গে কথা বলেছেন, তাঁদের বক্তব্য নিয়েই এই চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিট প্রকাশ করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, কেন্দ্রীয় স্তরে এআইসিসি এই চার্জশিট পেশ করল। আগামী দিনে যেসব রাজ্যে বিরোধীরা সরকারের আছে, সেই সব রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফে এই ধরনের চার্জশিট পেশ করা হবে।
একই সঙ্গে শনিবার নতুন ‘হাত সে হাত জোড়ো’ অভিযানেরও সূচনা করেছে হাত শিবির। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘ভারত জোড়ো’র মতো কেন্দ্রীয় স্তরে নয়। হাত জোড়ো যাত্রা হবে একেবারে ব্লকস্তরে। দলের ব্লকস্তরের কর্মীরা ছোট ছোট মিছিল করবেন। প্রতিটি ব্লকে পাঠানো হবে রাহুল গান্ধীর সই করা চিঠি। এবং বিজেপির মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে চার্জশিট। সরকারের ব্যর্থতাকে একেবারে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য কংগ্রেসের (Congress)। সব মিলিয়ে দেশের প্রায় ৬ লক্ষ গ্রামে যাওয়ার টার্গেট নিয়েছে হাত শিবির। মোট আড়াই লক্ষ্য পঞ্চায়েত এলাকা এবং ১০ লক্ষ বুথে যাবেন কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.