Advertisement
Advertisement
Kamal Nath

ভোটে ভরাডুবির পর মধ্যপ্রদেশে নতুন মুখ খুঁজছে কংগ্রেস, তবে কি ইস্তফা দিলেন কমল?

রাজস্থান এবং ছত্তিশগড়েও মুখ বদলাতে পারে হাত শিবির।

Congress rejects reports of Kamal Nath resigning as Madhya Pradesh PCC president | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 8, 2023 9:59 am
  • Updated:December 8, 2023 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের প্রদেশ সভাপতি পদে নতুন মুখ খুঁজছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই তরুণ কাউকে আনা হবে প্রদেশ সভাপতি পদে, খবর কংগ্রেস সূত্রের। কমল নাথ আর দলের রাজ্য সভাপতির পদে থাকতে চাইছেন না। দলের হাইকম্যান্ডও নতুন মুখ খুঁজছে।

বৃহস্পতিবার খবর রটেছিল, কমল নাথ (Kamal Nath) প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু পরে সেই খবর অস্বীকার করে কংগ্রেস। হাত শিবিরের তরফে দাবি করা হয়, কমল ইস্তফা দেননি। তবে কংগ্রেস সূত্র বলছে, মধ্যপ্রদেশে কমল নাথের পরিবর্ত বাছা শুরু করে দিয়েছে হাইকম্যান্ড। এবার কমলের বদলে তরুণ কোনও মুখকে প্রদেশ সভাপতির পদে আনা হতে পারে। সেক্ষেত্রে জিতু পাটওয়ারি বা অরুণ সিংয়ের মতো কাউকে ভাবা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে দানিশ আলির উদ্দেশে করা মন্তব্যে সুর নরম, ‘অনুতপ্ত’, জানালেন রমেশ বিধুরি]

সদ্যই মধ্যপ্রদেশ বিধানসভায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের (Congress)। ২৩০টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৬৬টি আসনে। বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। এর পর মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেন কমল নাথ। দীর্ঘ ক্ষণ তাঁদের বৈঠক চলে। তখনই কমল নাথের ইস্তফার জল্পনা শুরু হয়। সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, তারা কমলের পরিবর্তে নতুন মুখ খুঁজছে। তবে সেটা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না দল।

[আরও পড়ুন: ‘বিহারের চেয়ে তেলেঙ্গানার DNA ভালো’, রেবন্তের মন্তব্যে বিতর্ক, ‘দেশভাগের চেষ্টা’, তোপ BJP-র]

শুধু মধ্যপ্রদেশ নয়, রাজস্থান এবং ছত্তিশগড়েও মুখ বদলাতে পারে হাত শিবির। রাজস্থানে পুরো দায়িত্ব দেওয়া হতে পারে শচীন পাইলটকে (Sachin Pilot)। আর ছত্তিশগড়ে টিএস সিংদেও বড় দায়িত্ব পেতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement