Advertisement
Advertisement
Karnataka

রাজভবন বিজেপির পার্টি অফিস! রাজ্যপালের ‘পদ্ম ঘনিষ্ঠতা’র প্রতিবাদে পথে কর্নাটক কংগ্রেস

রাজ্যপাল পদের গরিমা নষ্ট হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের।

Congress Raj Bhavan chalo against alleged misuse of Karnataka governor office
Published by: Amit Kumar Das
  • Posted:August 31, 2024 5:16 pm
  • Updated:August 31, 2024 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে রাজভবন! অবিজেপি রাজ্যগুলিতে শাসকদলের এই অভিযোগ নতুন নয়। বিজেপির অঙ্গুলিহেলনে রাজভবন পরিচালিত হচ্ছে এমনই অভিযোগ তুলে এবার পথে নামল কর্নাটক কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, রাজ্যপাল পদের গরিমা নষ্ট করা হচ্ছে। যার জেরেই এই ‘রাজভবন চলো অভিযান’। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, এই মিছিলের মূল লক্ষ্য হল রাজভবন যেন কোনও রাজনৈতিক দলের দপ্তরে পরিণত না হয়।

সম্প্রতি কর্নাটকের শহর এলাকায় জমি বণ্টন নীতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এই প্রকল্পে খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীও জড়িত বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট। যার জেরে কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অভিযোগ তোলা হচ্ছে, বিজেপির ইন্ধনে রাজ্যে অস্থিরতা তৈরি করতেই রাজ্যপাল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদে আগেই সরব হয়েছিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, রাজ্যে একাধিক ঘটনায় তদন্তের অনুমতি চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেও সেক্ষেত্রে তিনি চক্ষু মুদে বসে রয়েছেন। বার বার রাজ্যপালের বিমাতৃসুলভ আচরণের জেরেই এবার রাজভবন যাতে কোনও পার্টি অফিসে পরিণত না হয় সেই দাবিতে রাজভবন চলো অভিযান শুরু করল কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: একে একে চার কন্যাসন্তান, সদ্যোজাতকে খুন করে ছাদ থেকে ফেললেন বিদ্রুপে অতিষ্ঠ মা!]

এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে শিবকুমার বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই এই প্রতিবাদ কর্মসূচি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে করা হচ্ছে না। ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আদালতে বিচারাধীন। রাজভবন চলো অভিযান এটা সুনিশ্চিত করার জন্য যাতে রাজভবন কোনও রাজনৈতিক দলের দপ্তরে পরিণত না হয়। আমরা এই সাংবিধানিক পদের গরিমা রক্ষা করার দাবিতে এই আন্দোলনে নেমেছি।”

[আরও পড়ুন: যৌনাঙ্গে ঢালা হল গরম জল! ত্রিপুরায় উপজাতি নাবালিকা নিগ্রহে ‘চুপ’ বিজেপি]

উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ শুধু কর্নাটক নয়, বাংলা, কেরল-সহ প্রায় সব অবিজেপি রাজ্য বার বার এই ইস্যুতে সরব হয়েছে। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল। একাধিক ইস্যুতে সমুখ সমরেও নেমেছে রাজ্য ও রাজভবন। বোসকে ‘পদ্মপাল’ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। এবার সেই ছবি দেখা গেল কর্নাটকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement