Advertisement
Advertisement

Breaking News

Congress

‘ছবি তোলা যায় না, উনি কি আইনের ঊর্ধ্বে?’ কন্যাকুমারীতে মোদির ধ্যান নিয়ে প্রশ্ন কংগ্রেসের

বিবেকানন্দ রকে ছবি তোলা নিষিদ্ধ, জানিয়েছেন কংগ্রেস নেতা।

Congress questions Modi on clicking picture at Vivekananda Rock

বিবেকানন্দ রকে ৪৫ ঘণ্টা ধ্যানে প্রধানমন্ত্রী মোদি। নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2024 3:38 pm
  • Updated:June 1, 2024 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যান করছেন। সেই নিয়ে লাগাতার কটাক্ষ করেছেন বিরোধীরা। এবার মোদির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, বিবেকানন্দ রকের পবিত্র স্থানে ছবি তোলা নিষিদ্ধ। তাহলে প্রধানমন্ত্রী কীভাবে এতগুলি ছবি তুলে সেগুলো প্রকাশ্যে আনতে পারেন?

বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরেই কন্যাকুমারীতে (Kanyakumari) ধ্যান শুরু করেন প্রধানমন্ত্রী। পরের দিনই প্রকাশ্যে আসে মোদির একাধিক ছবি এবং ভিডিও। সংবাদসংস্থা ANI-এর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। তাঁর পরনে গেরুয়া বসন। প্রধানমন্ত্রীর হাতে রুদ্রাক্ষের মালা। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর মোদি যখন কেদারনাথে ধ্যানে বসলেন, সেবার প্রায় গোটা ধ্যান পর্বের ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। দেখানো হয়েছিল সংবাদমাধ্যমেও।

Advertisement

[আরও পড়ুন: ‘পদোন্নতি সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়’, তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

শুক্রবার মোদির ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই সরব হন দিগ্বিজয় সিং। এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে যে বিবেকানন্দ রকে ঢুকে ছবি তোলা নিষিদ্ধ। সঙ্গে ক্যাপশন দিয়ে দিগ্বিজয়ের তোপ, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আইনের শাসনের অধীনে পড়েন না? নিয়মকানুন মেনে চলা কি তাঁর কাজ নয়?” বিবেকানন্দ রকে বসে মোদি কেন ছবি তুললেন, সেই জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে জবাবদিহিও চেয়েছেন কংগ্রেস (Congress) নেতা।

Advertisement

প্রসঙ্গত, মোদির (Narendra Modi) ধ্যান নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোঁচা দিয়ে প্রশ্ন করেছিলেন, ধ্যান আবার কেউ ক্যামেরা নিয়ে করে নাকি? কংগ্রেস, ডিএমকের মতো দলের তরফে কমিশনেও আবেদন জানানো হয়েছিল, যাতে মোদিকে ধ্যানের অনুমতি না দেওয়া হয়। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। বিরোধীদের আপত্তি উড়িয়ে ধ্যান করছেন মোদি। তার পরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল আইন অমান্যের অভিযোগ।

[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ