সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কংগ্রেস গণতন্ত্রকে রক্ষা করে এসেছে৷ তাই একজন ‘চাওয়ালা’ আজ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷’ – এভাবেই বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ খাড়গে বলেন, “বিভিন্ন দেশে ভাষণ দিতে যান প্রধানমন্ত্রী৷ তিনি জিজ্ঞাসা করেন গত ৭০ বছরে কংগ্রেস ঠিক কী কী কাজ করেছে? বিগত বছরগুলিতে আমরা দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি৷ তাই তাঁর মতো একজন ‘চাওয়ালা’ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷ সময় সুযোগ পেলেই ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সম্পর্কে যাচ্ছেতাই বলতে থাকে বিজেপি৷ সেই আক্রমণকে রুখে দিয়েই বলছি, কংগ্রেস একটা পরিবার আর আমরা সবাই সেই পরিবারের সদস্য৷”
Prime Minister Narendra Modi has been asking, at every function, about what the Congress has done for the country in the past 70 years. A chaiwala like him could become Prime Minister because we preserved democracy: Mallikarjun Kharge, Congress in Mumbai (08.07.18) pic.twitter.com/D210V7SEUM
— ANI (@ANI) July 9, 2018
জরুরি অবস্থা প্রসঙ্গে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন খাড়গে৷ তিনি বলেন, “ভাষণে প্রধানমন্ত্রী ৪৩ বছর আগের জরুরি অবস্থার সমালোচনা করেন৷ গত চার বছরে যে বারবার অঘোষিত জরুরি অবস্থা চলছে, কই তা নিযে তো কখনও মুখ খোলেন না? কৃষকরা আত্মহ্ত্যা করছেন৷ সরকারের যাবতীয় কৃষি প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়ছে৷ কৃষিঋণ কমেছে৷ কৃষিজাত পণ্যের বাজারে লাগাতার ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা৷এদিকে নিজেদের বিজ্ঞাপন দিতে কোটি কোটি টাকা খরচ করে ফেলছে কেন্দ্র৷ একমাত্র বিজেপি সরকারের পতন ঘটলেই দেশের মানুষ ‘আচ্ছে দিনে’র মুখ দেখবে৷”
Prime Minister Narendra Modi has been asking, at every function, about what the Congress has done for the country in the past 70 years. A chaiwala like him could become Prime Minister because we preserved democracy: Mallikarjun Kharge, Congress in Mumbai (08.07.18) pic.twitter.com/D210V7SEUM
— ANI (@ANI) July 9, 2018
উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনকে মাথায রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস৷ মহারাষ্ট্র থেকেই শুরু হচ্ছে সেই পথ চলা৷ এই মুহূর্তে পার্টির তরফে খাড়গেকেই মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে৷ রবিবার থেকেই কাজে নেমে পড়েছেন এই কংগ্রেস নেতা ৷ দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, রাজ্যে ছটি ডিভিশনেই জয় পেতে হবে৷ এই জয়ের হাত ধরেই আসবে কেন্দ্র বিজয়ের রাস্তা৷ সেজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে৷ দলের জয়ের জন্য এক সঙ্গেই লড়তে হবে৷ আগস্টের শেষ সপ্তাহেই শুরু হবে কাজ৷ সেপ্টেম্বরের প্রথমদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রচারে যোগ দিতে আসবেন৷ ছটি ডিভিশনেই দু’দিন করে কাটাবেন তিনি বিজেপি৷ বিরোধী জোট তৈরিতে প্রয়োজনে সিপিএমেরও হাত ধরতে রাজি কেন্দ্রীয় নেতৃত্ব৷ এমনটাই জানা গিয়েছে৷ একটাই লক্ষ্য, কোনওভাবেই যেন ধর্ম নিরপেক্ষ ভোট ভাগ না হয়৷ ভোটারদের সহযোগিতার জন্য ‘প্রজেক্ট শক্তি’ লঞ্চ করেছে পার্টি৷ এর মাধ্যমে ভোটারদের সঙ্গে পার্টির নেতাদের যোগাযোগ থাকবে৷ প্রত্যেক এলাকার ভোটারদের সঙ্গে পার্টির লোকজনই যোগাযোগ করে নেবেন৷ ভোটাররা তাঁদের অভাব অভিযোগ জানানোর জন্য ওই ‘প্রজেক্ট শক্তি’র নির্ধারিত মোবাইল নম্বরে বার্তা পাঠাবেন৷ সঙ্গে লিখবেন নির্দিষ্ট ভোটার আইডি নম্বর৷ তবে পার্টি কিন্তু ব্যক্তির আধার নম্বর চাইছে না৷ কেননা কংগ্রেস সবসময় ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান দেয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.