Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে গেহলটদের ইস্তাহার যেন মমতার ফটোকপি!

কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির।

Congress promises Rs 10,000 annually to women if party comes to power in Rajasthan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 22, 2023 9:47 am
  • Updated:November 22, 2023 9:47 am  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ক্ষমতায় ফিরলেই জাতিগত জনগণনার আশ্বাস কংগ্রেসের। মঙ্গলবার রাজস্থানের (Rajasthan) নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ছিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও গেহলটের বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত শচীন পাইলটও। ভোটগ্রহণের ঠিক চারদিন আগে প্রকাশিত কংগ্রেসের ইস্তাহারে জাতিগত জনগণনার পাশাপাশি আরও এমন সাতটি প্রতিশ্রুতি রয়েছে, যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন প্রকল্পের ফটোকপি! এর মধ্যে অন্যতম, লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলাদের বার্ষিক ১০ হাজার টাকা অনুদান দেওয়ার আশ্বাস।

অন্যদিকে, এদিনই একগুচ্ছ অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির (BJP)। ভোটগ্রহণের আগে কংগ্রেস দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে বলে কয়েকটি সংবাদমাধ্যম বিভ্রান্তিমূলক প্রচার করছে বলে কমিশনে অভিযোগ জানান মনসুখ মাণ্ডব্য, রবিশঙ্কর প্রসাদ, অমিত মালব্যরা।

Advertisement

[আরও পড়ুন: উত্তরকাশীর শ্রমিকদের কাছে পৌঁছল পোলাও-মটর পনির, উদ্ধারের লক্ষ্যে তৈরি হচ্ছে নয়া টানেল]

শনিবার মরুরাজ্যে ভোটগ্রহণ। ঠিক তার চারদিন আগে ইস্তাহার প্রকাশ করে কংগ্রেসের তরফে এমন কয়েকটি আশ্বাস দেওয়া হল যাতে কপালে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের শীর্ষনেতৃত্বের। মঙ্গলবার শতাব্দীপ্রাচীন দলের প্রকাশিত ইস্তাহারে মহিলাদের বার্ষিক ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি ৫০০ টাকায় রান্নার গ্যাস, ৪ লক্ষ সরকারি চাকরি ও কলেজে ভর্তি হওয়ার সময়েই পড়ুয়াদের হাতে হাতে ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিয়েছেন গেহলট। এছাড়াও চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মিজোরাম, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। শনিবার রাজস্থান ও ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোটগ্রহণ হবে। ৩ ডিসেম্বর গণনা। তার আগে সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছে সব পক্ষ। মঙ্গলবার রাজস্থানে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই সেখানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজ্যের ৪টি জায়গায় সভা করেন রাহুল গান্ধী। এর মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ, অর্থের বিনিময়ে কিছু সংবাদমাধ্যমকে ব্যবহার করছে কংগ্রেস। সংবাদপত্রে এমনভাবে খবর পরিবেশন করা হচ্ছে যাতে মনে হবে কংগ্রেস ফের ক্ষমতায় ফিরছে।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, চাপে গান্ধীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement