সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গের। অমিত শাহই ভারতের ইতিহাসের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি করলেন কংগ্রেস সভপতির ছেলে তথা কর্নাটকের মন্ত্রী।
তিন দিনের বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও একবার সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) চালুর পক্ষে জোরাল সওয়াল করেছেন। বাংলায় এসে শাহ বলে গিয়েছেন, সিএএ চালু করা কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আমরা পালন করবই। কেউ সেটা আটকাতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মূলত বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন।
সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্ক খাড়গে বলছেন,”স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের নিরাপত্তা বিচ্যুতি নিয়ে কোনও কথা বলে না। মণিপুর ইস্যু নিয়ে কোনও কথা বলে না। অথচ এসবের মধ্যে সিএএ নিয়ে কথা বলার সময় পায়। আহমেদাবাদে বসে ওঁর ছেলে কীভাবে ক্রিকেট খেলা দেখছে সেসব দেখার সময় পাচ্ছে। এভাবে আমাদের বিভ্রান্ত না করে অমিত শাহর উচিত তদন্তের গতিপ্রক্রিয়া নিয়ে মুখ খোলা।”
প্রিয়াঙ্ক খাড়গের বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথম নয়। এর আগে তিনি হিন্দু ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। তবে তাতে থামতে নারাজ প্রিয়াঙ্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.