সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশে চাকরি কোথায়? চাকরির বাজার ক্রমশ ছোট হচ্ছে৷’ সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে চলা আন্দোলন সম্পর্কে রবিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি৷ কার্যত ‘আত্মঘাতী গোল’ করে বসেন তিনি৷ সোমবার মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ গড়কড়ির মন্তব্যকে তুলে ধরে টুইট বার্তায় ছুড়ে দিলেন কটাক্ষ৷ জানালেন, সঠিক প্রশ্নই তো করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রতিটি ভারতীয়র মনে এই একই প্রশ্ন রয়েছে৷
[স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা]
চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণের দাবিতে উত্তাল মহারাষ্ট্র৷ দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে বিধ্বস্ত রাজ্যের একাধিক এলাকা৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ চলছে বনধ৷ বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও দোকানপাট৷ এই বিষয়েই রবিবার সাংবাদিকরা প্রশ্ন করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িকে৷ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, ”তর্কের খাতিরে যদি সংরক্ষণ দিয়েও দেওয়া হয়, তাহলে পালটা প্রশ্ন ওঠে, চাকরি কোথায়? আইটি-র কারণে ব্যাংকিং সেক্টরে চাকরি কমে আসছে।” ফলে সংরক্ষণ দিয়েও সমস্যার কতটা সমাধান হবে সেই প্রশ্নই তোলেন তিনি। অভিযোগ করেন, পুরো বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে। কোনও রাজনৈতিক দলেরই এই নিয়ে আগুনে ঘি ঢালা উচিত নয়। দাবি করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যথাসম্ভব দক্ষতা সঙ্গে পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চাইছেন। রবিবার করা কেন্দ্র্রীয় মন্ত্রীর এই ‘আত্মঘাতী গোল’কে কোনও মনেই বৃথা যেতে দিলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কটাক্ষের সুরে সোমবার টুইট করে লিখলেন, ‘দারুণ প্রশ্ন করেছেন নীতীন গড়কড়ি৷ প্রত্যেক ভারতীয় এই একই প্রশ্ন করছেন৷’
Excellent question Gadkari Ji.
Every Indian is asking the same question.#WhereAreTheJobs?https://t.co/2wfhDxuA10
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2018
[রাষ্ট্রপতির অনুষ্ঠান বোমা মেরে ওড়ানোর হুমকি, গ্রেপ্তার মন্দিরের পুরোহিত]
প্রসঙ্গত, কর্মসংস্থানের অভাব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবারই সরব হতে দেখা যায় রাহুল গান্ধীকে৷ গতমাসে লোকসভায় আনা অনাস্থা প্রস্তাবের সমর্থনে দেওয়া ভাষণেও একই ইস্যুতে সুর চড়ান কংগ্রেস সভাপতি৷ তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে৷ জানান, দেশের বেকার সমস্যা সমাধানে এবং যুবদের জন্য বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ ভারতের সঙ্গে তুলনা টানেন চিনের৷ পরিসংখ্যান দিয়ে জানান, ২৪ ঘণ্টায় ৫০ হাজার যুবককে চাকরি দেয় চিন৷ ওই একই সময়ে ৪০০ জন যুবককে চাকরি দিতে পারে এই সরকার৷ কেবল রাহুল গান্ধীই নন, রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই মন্তব্য শোনার পর থেকেই সরব বিরোধীদের একাংশ৷ তাঁদের দাবি, সরকারের কাছে যে চাকরি নেই, তা আর গোপন থাকছে না। কারণ খোদ কেন্দ্রীয় মন্ত্রীই মুখ থেকেই এই কথা শোনা যাচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.