Advertisement
Advertisement
Congress

‘মন কি বাতে’ নেই ‘মণিপুর কি বাত’, ‘রাজধর্ম পালন করুন’, মোদিকে কটাক্ষ খাড়গের

মণিপুর নিয়ে মোদির নীরবতায় কটাক্ষ মহুয়া মৈত্রেরও।

Congress President Mallikarjun Kharge questions PM Modi's 'silence' as border state burns | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 18, 2023 7:37 pm
  • Updated:June 18, 2023 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনজাতি গোষ্ঠীর হিংসায় জ্বলছে মণিপুর (Manipur)। মৃতের সংখ্যা বেড়ে চলেছে। আহত অসংখ্য। ঘরছাড়া বহু মানুষ। হামলা হচ্ছে নেতা-মন্ত্রীদের বাসভবনেও। অথচ নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার মণিপুর নিয়ে মোদিকে খোঁচা দিয়ে টুইট করলেন কংগ্রেসের (Congress) সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কংগ্রেস নেতার কটাক্ষ, কেন্দ্রের অবহেলাতেই উত্তরপূর্ব রাজ্যে আজকের পরিস্থিতি। খাড়গের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় প্রতিনিধি দলকে সেরাজ্যে যাওয়ার অনুমতি দিক কেন্দ্র।

রবিবার ছিল মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান। যদিও সেখানে উল্লেখ্য ছিল না অগ্নিগর্ভ মণিপুরের। সেই প্রসঙ্গ টেনে খাড়গের টুইট, “আপনার মন কি বাত-এ প্রথমেই মণিপুর কি বাত অন্তর্ভুক্ত করা উচিত ছিল। সীমান্ত রাজ্যের পরিস্থিতি অনিশ্চিত এবং গভীর উদ্বেগজনক।” খাড়গের কটাক্ষ, “এই বিষয় আপনি নীরব। একটি বৈঠকেও চেয়ার করেননি। সর্বদলীয় বৈঠক ডাকেননি। মনে হচ্ছে, আপনার সরকার মণিপুরকে ভারতের অংশ বলেই মনে করে না। এটা মেনে নেওয়া যায় না।”

Advertisement

[আরও পড়ুন: গ্যাল গ্যাডটকে নাকানি চোবানি খাওয়ালেন ‘ভিলেন’ আলিয়া! হলিউডে দুর্ধর্ষ হাতেখড়ি, দেখুন]

খাড়গের তোপ, “ওই রাজ্য যখন জ্বলছে, সরকার তখন ঘুমোচ্ছে। রাজধর্ম পালন করুন। যারা আশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফেরান, নাগরিকদের আস্থা অর্জন করুন।” মণিপুর নিয়ে মোদির নীরবতা নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রও (Mahua Moitra)। রবিবার, ‘মন কী বাত’-এ কংগ্রেস আমলের জরুরি অবস্থা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু মণিপুর নিয়ে একটি কথাও বলেননি। তারপরেই প্রধানমন্ত্রীকে নিশানা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

[আরও পড়ুন: মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, ৯ পুলিশ কর্তার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ হাই কোর্টের]

একটি টুইটে মহুয়া লেখেন, “মন কী বাত অনেক হয়েছে। এবার ‘মণিপুর কী বাত’ করার সময় প্রধানমন্ত্রীজী।” আরেকটি টুইটে লেখেন, “মণিপুর যখন জ্বলছে তখন প্রধানমন্ত্রী চুপ থাকেন কী করে?” আরও লেখেন, “তাঁরা কেবল মুখেই কথা বলেন। বিজেপি উত্তরপূর্ব ভারতকে সব সময়েই বিদেশ হিসাবে দেখেছে। এটা খুবই লজ্জার এবং বেদনাদায়ক।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement