সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা নিয়ে রাজনীতি নয়, সরকারের পাশে থাকবে দল। আগেই বার্তা দিয়েছিল কংগ্রেস। এবার রীতিমতো প্রস্তাব পাশ করে নৃশংস জঙ্গি হামলার নিন্দা করল দেশের প্রধান বিরোধী দল। পহেলগাঁওয়ে যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে কংগ্রেসের প্রস্তাবে। তবে একই সঙ্গে নিরাপত্তা নিয়ে মোদি সরকারকেও তোপ দেগেছে হাত শিবির।
এদিন কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকের শুরুতেই পহেলগাঁওয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পরে সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব পাশ করানো হয়েছে। ওই প্রস্তাবে কংগ্রেসের বক্তব্য, “পহেলগাঁওয়ের এই নিন্দনীয় ঘটনা কাপুরুষোচিত, এবং পূর্বপরিকল্পিত। এটা পাকিস্তানের মস্তিস্কপ্রসুত সন্ত্রাস।” প্রস্তাবে সাফ বলা হয়েছে, “এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুদের বেছে বেছে মারার উদ্দেশ্য দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা।”
যদিও শুধু সন্ত্রাসবাদীদের তোপ দাগা নয়, একই সঙ্গে সরকারকেও নিশানা করেছে কংগ্রেস। দলের কার্যকরী সমিতির প্রস্তাবে বলা হয়েছে, “পহেলগাঁওয়ে এত বড় নিরাপত্তার গাফিলতি কী করে হল? গোয়েন্দা সূত্রই বা এত ব্যর্থ কেন? কেন্দ্রশাসিত অঞ্চল যেটার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি অমিত শাহর মন্ত্রকের অধীনে, সেই অঞ্চলে এত বড় ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে আলোচনার প্রয়োজন।” কাশ্মীরের স্থানীয় যে নাগরিকরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে হাত শিবির।
উল্লেখ্য, পহেলগাঁও ইস্যুতে শুরুতে সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দেয় কংগ্রেস। খোদ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন। রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমেরিকা সফরে কাটছাঁট করে দেশে ফিরেছেন বিরোধী দলনেতা। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেন রাহুল। সেই বৈঠকেই সরকারকে তোপ দেগে প্রস্তাব পাশ করানো হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.