Advertisement
Advertisement

Breaking News

Sashi Tharoor

এবার মোদির প্রশংসায় পঞ্চমুখ শশী থারুর, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?

উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবি নিয়েও তোপ থারুরের।

Congress MP Shashi Tharoor praises PM Modi for UP Polls 2022 win | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 14, 2022 3:28 pm
  • Updated:March 14, 2022 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ ভোটে (UP Election 2022) বিজেপির বিপুল সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর কথায়, “মোদি প্রচণ্ড কর্মক্ষম একজন মানুষ। সবসময় সক্রিয়।” একইসঙ্গে কংগ্রেসের দুর্বলতাও স্বীকার করে নিয়েছেন থারুর। তবে উত্তরপ্রদেশে বিরাট জয়ের পরই শশী থারুরের গলায় মোদির প্রশংসার পর নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত খুঁজছে রাজনৈতিক মহল। 

রবিবার জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। কংগ্রেস সাংসদের (Congress MP) কথায়, “মোদি প্রচণ্ড কর্মক্ষম একজন মানুষ। সবসময় সক্রিয়। রাজনৈতিক ক্ষেত্রে দারুণ কাজ করছেন তিনি। যার ফল পাচ্ছে বিজেপি। আমরা কেউ ভাবিনি এত বিরাট ব্যবধানে বিজেপি জিতবে, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: লন্ডনে বাংলায় খোদাই করা মেট্রো স্টেশনের নাম, টুইটে উচ্ছ্বাস প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর]

প্রশংসা করলেও ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে মোদিকে খোঁচা দিতে ছাড়েননি থারুর। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর কিছু কর্মকাণ্ডের জন্য ধর্ম, সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমাদের সমাজ ভাগাভাগি হয়ে যাচ্ছে। যা ভবিষ্যতের জন্য খারাপ। অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এদিকে উত্তরপ্রদেশের হারের দায় প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) উপর চাপাতে রাজি নন থারুর। তাঁর কথায়, “বুথ ফেরত সমীক্ষা আসার আগে পর্যন্ত মনে করা হচ্ছিল বিজেপিকে কড়া টক্কর দেবে সমাজবাদী পার্টি। প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেসকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা হয়নি। তাঁর উপর হারের দায় চাপানো উচিত নয়। কংগ্রেসের এই অবস্থার জন্য কোনও একজন দায়ী নয়। বহু রাজ্যে গত ৩০ বছরের মধ্যে কংগ্রেসের উপস্থিতি সর্বনিম্ন।” তবে কংগ্রেস সাংসদের আশা, “বিজেপি (BJP) এখনও যা চাইছে মানুষ তাই দিচ্ছে। কিন্তু এমন অবস্থা বেশিদিন চলবে না। ভোটাররা বিজেপিকে চমক দেবে।” 

এদিকে পাঞ্জাবের নব্য মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সেলফি পোস্ট করেছেন শশী। সঙ্গে লিখেছেন, ”বহু কংগ্রেস সাংসদই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাঁর সঙ্গে দেখা করলাম।”

 

[আরও পড়ুন: আনিস হত্যাকাণ্ড: তদন্তে গতি আনতে আইনি নির্দেশ, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement