সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) হাঁটতে হাঁটতে মৃত্যু হল পাঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর। শনিবার সকালে রাহুলের সঙ্গে ওই যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন জলন্ধরের সাংসদ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রবীণ রাজনীতিবিদকে মৃত বলে ঘোষণা করেন। এই দুঃসংবাদ পেয়ে দ্রুত যাত্রা থেকে বিরতি নিয়ে হাসপাতালে পৌঁছেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিনের মতো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#WATCH | Punjab: Congress MP Santokh Singh Chaudhary was taken to a hospital in an ambulance in Ludhiana, during Bharat Jodo Yatra. Details awaited.
(Earlier visuals) pic.twitter.com/upjFhgGxQk
— ANI (@ANI) January 14, 2023
লোকসভার স্পিকার ওম বিড়লা প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সব সময়ই জনহিতকর বিষয়ে সরব হতে দেখা গিয়েছে ওই সাংসদকে। তিনি সংসদে দৃঢ় ভাবে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার নিহতের আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও।
Lok Sabha Speaker Om Birla condoles the demise of Congress MP Santokh Singh Chaudhary.
The MP collapsed while walking during Bharat Jodo Yatra, in Ludhiana. He was rushed to a hospital and passed away later. pic.twitter.com/JWsw5uxmZY
— ANI (@ANI) January 14, 2023
গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। ৩০ জানুয়ারি তা শেষ হওয়ার কথা। এই যাত্রাকে নিয়ে কংগ্রেস উচ্চাকাঙ্ক্ষী। জনসংযোগ বাড়িয়ে হৃত জনসমর্থন পুনরুদ্ধারে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল। সুদীর্ঘ পথ ধরে মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী ও অগণিত কংগ্রেস সমর্থক। নানা জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন একাধিক সেলিব্রিটি। ফলে কিছুটা হলেও জৌলুস বেড়েছে ভারত জোড়ো যাত্রার।
আর শুরু থেকেই অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাহুলকে। উল্লেখ্য, নানা রাজ্য ঘুরে এবার পাঞ্জাবে প্রবেশ করেছে যাত্রা। আর শুরুতেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.