সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে প্রথম ভাষণে শাসক-বিরোধী উভয়পক্ষের নজর কেরেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সংবিধান-বিতর্কে নিজের বক্তব্যে কথায় কথায় মোদি-শাহদের নেহরুকে আক্রমণ নিয়েও তোপ দাগেন তিনি। প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, কথায় কথায় নেহরুকে ‘স্মরণ’ করেন। গত দশ বছরে আপনারা (মোদি সরকার) কী করেছেন?
ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে প্রথমে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাম না করে রাহুল গান্ধীকে তোপ দেগে রাজনাথ বলেন, “কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।” এদিন পালটা দিলেন প্রিয়াঙ্কা। ওয়ানড়ের সাংসদ বলেন, “গত ১০ বছরে এনডিএ সরকারের আমলে সংবিধানের রক্ষাকবচ অনেকখানি দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরও বেশি আসন পেত তাহলে নিশ্চয়ই বদলে যেত ভারতের সংবিধান।”
এদিন নিজের বক্তৃতায় ভারতীয় সংবিধানের রূপকারদের তালিকায় সব শেষে জওহরলাল নেহরুর নাম উচ্চারণ করেন কংগ্রেস নেত্রী। এবং নেহরুর মতোই শ্রদ্ধা জানান বিআর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ এবং চক্রবর্তী রাজাগোপালাচারীকে। তিনি বলেন, সংবিধান রচনা ও প্রণয়নের মাধ্যমে ভারতবাসীকে ‘ন্যায়ের রক্ষাকবচ’ দিয়েছেন ওঁরা। মোদি সরকারকে নিশানা করার সময় আদানি ইস্যু থেকে দ্রব্যমূল্যবৃদ্ধি, উন্নাও ও হাথরস ধর্ষণ থেকে সম্ভল হিংসা, মণিপুর প্রসঙ্গে গর্জে ওঠেন ইন্দিরার নাতনি।
ইদানীংকালে সংসদের ভিতরে ও বাইরে বারবার মোদি-শাহদের ‘সফট টার্গেট’ হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ‘ভূত’। কারণে, অকারণে নেহরুর নিশানা করেছে গেরুয়া শিবির। কার্যত মৃত্যুর ৬০ বছর যেন বেঁচেই উঠেছেন নেহরু! এদিন বিজেপি সাংসদদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘‘সব দোষ কি একা নেহরুর?’’ যদিও কেবল নেহরুকে দোষ দিয়ে ক্ষান্ত নয় শাসক শিবির। কার্যত নেহরু ‘লেগাসি’কে মুছে ফেলতে তৎপর তারা। সেই লক্ষে যোজনা কমিশের নাম বদলে হয়েছে নীতি আয়োগ। গত বছর স্বাধীনতা দিবসে বদলে ফেলা হয়েছে নয়াদিল্লির তিন মূর্তি ভবনের জওহরলাল নেহরু সংগ্রহশালা। সেটির নতুন নাম হয়েছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি’ (প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি বা পিএমএলএল সোসাইটি) নামে।’’ এদিন প্রিয়াঙ্কা শাসক পক্ষকে কটাক্ষ করেন, কথায় কথায় নেহরুকে স্মরণ করেন। কিন্তু গত দশ বছরে আপনারা কী করেছেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.