সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের বিধানসভা ভবনে (Karnataka Assembly) বসে পর্ন ভিডিও দেখার অভিযোগ উঠল বিধান পরিষদের সদস্য প্রকাশ রাঠোরের (Prakash Rathod) বিরুদ্ধে। তাও আবার বিধানসভার অধিবেশন চলাকালীন। ছবি ভাইরাল হতেই বিতর্কে কংগ্রেসের নেতা।
২৮ জানুয়ারি থেকে কর্ণাটক বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। চলবে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ পর্যন্ত। শুক্রবার অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, নিজের সিটে বসে একমনে মোবাইল ফোনে পর্ন ভিডিও দেখছিলেন প্রকাশ রাঠোর। সেই দৃশ্য কেউ রেকর্ড করে নেন। পরে তা স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।
— Rishi Bagree 🇮🇳 (@rishibagree) January 29, 2021
After watching p0rn clips #PrakashRathod ji👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼🤣🤣 pic.twitter.com/l0o64bj7pX
— Neelesh (@theNilesh_) January 29, 2021
যদিও নিজের বিরুদ্ধে ওঠে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রকাশ রাঠোর। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিধানসভায় চর্চার জন্য কিছু প্রশ্ন ঠিক করে রেখেছিলেন তিনি। সেই প্রশ্নের ফাইল খুলতে গিয়ে দেখেন মোবাইলের মেমোরি ফুল। সেই কারণেই কিছু ফাইল ডিলিট করতে গিয়েছিলেন মাত্র। বিধানসভায় এমন কাজ তিনি করতে পারেন না বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা।
I was not watching any objectionable video, I was trying to get messages regarding question I asked in Karnataka Legislative Council to a Minister. Storage in my phone was full,so I was deleting some messages:Congress’ Prakash Rathod on reports that he was allegedly watching porn pic.twitter.com/OtWb3hLZmv
— ANI (@ANI) January 29, 2021
অবশ্য এই প্রথম নয় এর আর্গে কর্ণাটকের বিধানসভা চলাকালীন পর্ন ভিডিও দেখার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা লক্ষ্মণ সভাডি-সহ (Laxman Savadi) আরও দুই নেতার বিরুদ্ধে। বর্তমানে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পরিবহণ দপ্তরের দায়িত্বও সামলান সাভাডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.