Advertisement
Advertisement
গুজরাট বিজয় রুপানি

সাক্ষাতের পরই করোনা পজিটিভ কংগ্রেস বিধায়ক, সংক্রমণের আশঙ্কা গুজরাটের মুখ্যমন্ত্রীর

সংক্রমণের আশঙ্কা গুজরাটের উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরও।

Congress MLA tests Covid-19 positive hours after meeting CM Rupani
Published by: Subhajit Mandal
  • Posted:April 15, 2020 8:46 am
  • Updated:April 15, 2020 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (COVID-19) থাবা এবার গুজরাট বিধানসভায়। আক্রান্ত কংগ্রেসের এক বিধায়ক। উদ্বেগের বিষয় হল, করোনা রিপোর্ট পজিটিভ আসার মাত্র ঘণ্টা ছয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির (Vijay Rupani) সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল (Nitinbhai Patel), এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ছিলেন। এদের প্রত্যেকের করোনা সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে।

vijay-rupani

Advertisement

২০১৭ সালের নির্বাচনে আহমেদাবাদের একটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন আক্রান্ত। তাঁর বিধানসভা কেন্দ্রেই আহমেদাবাদের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। করোনার সংক্রমণের বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী রুপাণির সরকারি বাসভবনে যান তিন কংগ্রেস বিধায়ক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্য সচিব, আহমেদাবাদ পুরসভার আধিকারিক এবং আহমেদাবাদের পুলিশ কমিশনার। ওই তিন কংগ্রেস বিধায়কের মধ্যেই একজন করোনায় আক্রান্ত হয়ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গুজরাটের সচিবালয়ের নর্মদা হলে একটি সাংবাদিক সম্মেলনও করেন আক্রান্ত বিধায়ক। সেখানে বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ঘরে ফেরার তাগিদে বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ]

গুজরাট প্রশাসন সুত্রের খবর, আক্রান্তের সঙ্গী ২ কংগ্রেস বিধায়ককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত বিধায়ক মুখ্যমন্ত্রী রুপাণির থেকে অন্তত ১৫-২০ মিটার দূরে বসেছিলেন। তবু চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওই বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বাসভবন স্যানিটাইজ করা হচ্ছে। স্যানিটাইজ করা হচ্ছে সচিবালয়ের নর্মদা হলও। আক্রান্ত বিধায়কের সাংবাদিক সম্মেলনে যারা যারা উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে।

[আরও পড়ুন: ‘কংগ্রেস নয়, আম্বেদকরকে সম্মান জানিয়েছেন শুধু মোদি’, দাবি জে পি নাড্ডার]

উল্লেখ্য গুজরাটে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ছে। মৃত্যু হয়েছে ২৬ জনের। সংক্রমণের মাত্রা এত বেশি হওয়া সত্বেও করোনার সন্দেহভাজন ওই বিধায়ক কোয়ারেন্টাইনে না থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কীভাবে? আর প্রশাসনই বা তাঁর উপর নজর রাখল না কেন? প্রশ্ন উঠছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement