Advertisement
Advertisement

মহিলাকে কনস্টেবলকে চড় কংগ্রেস বিধায়কের, জুটল পালটা থাপ্পড়ও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও?

Congress MLA slapped lady police constable in Shimla, video goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2017 2:30 pm
  • Updated:December 29, 2017 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের ফলাফল পর্যালোচনা করতে হিমাচলপ্রদেশে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শিমলায় তাঁর ডাকা বৈঠকে যোগ দিতে এসে কর্তব্যরত এক মহিলা কনস্টেবলকে সপাটে চড় কষালেন এক কংগ্রেস বিধায়ক। বিধায়ককে পালটা চড় মারলেন ওই মহিলা কনস্টেবলও। ঘটনা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

[‘উত্তর ও পূর্ব ভারতে আমাদের আউটলেটে খাবেন না’, সতর্ক করল McDonald’s]

Advertisement

গুজরাটে বিজেপিকে যথেষ্ট বেগ দিলেও, হিমাচলপ্রদেশে কার্যত দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যের ৬৮ আসনের মধ্যে ৪৪টি-তে জিতেছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ২০টি আসন। অথচ হিমাচলপ্রদেশে কংগ্রেসেরই সরকার ছিল। বিধানসভা ভোটের পর্যালোচনা করতে পাহাড়ি রাজ্যটিতে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। শুক্রবার সকালে শিমলায় দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু, সেই বৈঠকে যোগ দিতে এসে মেজাজ হারালেন শিমলার কংগ্রেস বিধায়ক আশা কুমারী। অভিযোগ, রাহুলের বৈঠকে তাঁকে ঢুকতে বাধা দেন কর্তব্যরত এক মহিলা কনস্টেবল। এই নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ভিডিও-তে স্পষ্ট দেখা গিয়েছে, কর্তব্যর ওই মহিলা কনস্টেবলকে সপাটে চড় মেরেছেন কংগ্রেস বিধায়ক। তবে ওই মহিলা কনস্টেবলও কম যান না। বিধায়ককে পালটা চড় মেরে দেন তিনিও। কোনওমতে পরিস্থিতি সামাল দেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

দেখুন ভিডিও:

 

সূত্রের খবর, বিধানসভা ভোটে ফল নিয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাহুল গান্ধী। কেন কংগ্রেসে এত কম আসন পেল?  রাজ্য নেতাদের কাছে তা জানতে চান কংগ্রেস সভাপতি। তবে তার আগে তাঁর দলের বিধায়কের এই কাণ্ড রাহুলের অস্বস্তি বাড়িয়েছে।

[বাবার জন্মদিনে ভাইকে বাঁচালেন মুকেশ আম্বানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement