Advertisement
Advertisement
Congress

‘ভারত মাতা কি জয়’ বলতে খাড়গের অনুমতি চাইলেন কংগ্রেস বিধায়ক, কটাক্ষ বিজেপির

কর্নাটকের বিধায়কের কাণ্ডে অস্বস্তিতে কংগ্রেস।

Congress MLA Seeks Kharge's Nod To Chant 'Bharat Mata Ki Jai'
Published by: Kishore Ghosh
  • Posted:April 13, 2024 9:16 pm
  • Updated:April 13, 2024 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত মাতা কার? বিজেপির? স্বাভাবিক যে এই প্রশ্ন হাস্যকর শোনাচ্ছে। ভারতমাতা আপামর ভারতবাসীর, তা বলার অপেক্ষা রাখে না। তথাপি লোকসভা ভোটের প্রচারে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে গিয়ে থমকালেন কর্নাটকের (Karnataka) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) বিধায়ক লক্ষ্মণ সভাড়ি। এমনকী মঞ্চে উপস্থিত কংগ্রেস সভাপতি খাড়গের ‘অনুমতি’ চাইলেন। এমন কাণ্ডে বিতর্ক তুঙ্গে। সহজ বল পেয়ে রাহুল গান্ধীর দলকে কটাক্ষের সিক্সার মারছে গেরুয়া শিবির।

কর্নাটকের চিত্তপুরের বিধায়ক খাড়গের ছেলে প্রিয়ঙ্ক। সেখানে এবার প্রার্থী কংগ্রেস সভাপতির জামাই রাধাকৃষ্ণ দোদ্দামণি। তাঁর প্রচারমঞ্চেই বোমা ফাটান লক্ষ্মণ সভাড়ি। কংগ্রেসের সভায় তিনি বলেন, ‘আমি সকলকে অনুরোধ করব হাত মুঠো করে, আমার সঙ্গে গলা মিলিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে। আশা করব আমাদের সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি ভুল ব্যাখ্যা করবেন না।’ স্বভাবতই সর্বসমক্ষে এই নিয়ে আপত্তি করেননি কংগ্রেস সভাপতি। তথাপি কংগ্রেসের সভায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠায় বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]

উল্লেখ্য, লক্ষ্মণ গত বছর এপ্রিলে বিধানসভা ভোটে বিজেপির টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। নতুন বিতর্কের পর তাঁর বিজেপিতে ‘প্রত্যাবর্তনে’র জল্পনা তুঙ্গে। অন্যদিকে কর্নাটক বিজেপির কটাক্ষ, এই ঘটনায় কংগ্রেসের অন্দরের সাংস্কৃতিক বিভাজন প্রকাশ্যে এসেছে। যদিও প্রশ্ন উঠতেই পারে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটিকে বিজেপি যেহেতু রাজনৈতিক ভাবে ব্যবহার করে, সেই কারণে আর কোনও ভারতবাসী তা ব্যবহার করতে পারবে না? 

 

[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement