সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীর হনুমান (Lord Hanuman) ছিলেন একজন আদিবাসী। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন বনমন্ত্রী ও কংগ্রেস বিধায়ক উমং সিংহার। কেবল হনুমানই নন, রামায়ণে বর্ণিত বানরসেনার সকলেই যে আদিবাসী, সেই দাবিও করেছেন তিনি। বীরসা মুণ্ডার ১২৩তম মৃত্যুবার্ষিকীতে মধ্যপ্রদেশের ধর জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়েই এই প্রসঙ্গ তুলে ধরেন হাত শিবিরের নেতা। তাঁর এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। হনুমানকে কেন ভগবান হিসেবে মানতে চাইছে না কংগ্রেস, সেপ্রশ্ন তুলে আক্রমণ করেছে গেরুয়া শিবির।
ঠিক কী বলেছেন কংগ্রেস বিধায়ক? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ভগবান রামকে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন আদিবাসীরাই। কাহিনিতে যাঁদের বর্ণনা করা হয়েছে বানরসেনা হিসেবে। তাঁরা কিন্তু আদৌ বানর নন। জঙ্গলে বসবাসকারী আদিবাসী। বীর হনুমানও আদিবাসীই ছিলেন। আমরা তাঁদেরই বংশধর। আর সেজন্য আমাদের গর্বিত হওয়া উচিত।”
কংগ্রেস নেতার এহেন মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। মধ্যপ্রদেশের পদ্ম শিবিরের মুখপাত্র হিতেশ বাজপেয়ী বলেছেন, ”ওরা হনুমানকে ভগবান বলে মানছে না! হিন্দুরা যাঁকে পুজো করে তাঁকে ওরা মানছে না। হনুমানজিকে অপমান করছে। এটাই তাহলে কংগ্রেসের হনুমান সম্পর্কে ধারণা? ওই কংগ্রেস নেতাই একসময় ধর্ষণ ও যৌন হেনস্তায় অভিযুক্ত হয়েছিলেন না? আর তারপর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে?”
প্রসঙ্গত, গত মাসেই মধ্যপ্রদেশের আরেক কংগ্রেস বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া হনুমানকে আদিবাসী বলেছিলেন। মাসখানেক পরে একই দাবি করতে দেখা গেল আরেক কংগ্রেস বিধায়ককেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.